Thursday, December 18, 2025

পুজোয় রাজ্যে আরও ৯৭টি ফায়ার স্টেশন, ঘোষণা দমকলমন্ত্রীর 

Date:

Share post:

পুজোর একসপ্তাহ আগেই বড় ঘোষণা করলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। দুর্গাপুজো উপলক্ষে রাজ্যে আরও ৯৭টি অস্থায়ী দমকল কেন্দ্র তৈরির কথা জানালেন দমকলমন্ত্রী। একইসঙ্গে ১৯ সেপ্টেম্বর থেকে দমকলের ডিজির নেতৃত্বে শহরের বড় মণ্ডপগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা খতিয়ে দেখার কথাও ঘোষণা করেন তিনি।

প্রতিবছরই দুর্গাপুজোয় কোনওরকম অপ্রীতিকর ঘটনা রুখতে বদ্ধপরিকর রাজ্যের দমকল বিভাগ। এবছরের সেই ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার নিউটাউনের দমকল কেন্দ্রে বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী সুজিত বসু। পুজোর সময় কোনওরকম অগ্নিকাণ্ডের প্রতিরোধে দমকল কীভাবে প্রস্তুত থাকবে, দুর্ঘটনা মোকাবিলায় কীভাবে কাজ করবে; সেইসব নিয়ে আলোচনা হয় এদিন। তারপর সাংবাদিক বৈঠক করে দমকলমন্ত্রী জানান, রাজ্যে আপাতত ১৬৬টি দমকল কেন্দ্র রয়েছে। ১১টি অস্থায়ী কেন্দ্রও রয়েছে। এবার পুজোর জন্য রাজ্য জুড়ে আরও ৯৭টি অস্থায়ী ফায়ার স্টেশন তৈরি করা হচ্ছে। কলকাতা ও বিভিন্ন জেলায় এই কেন্দ্রগুলি থাকবে। এছাড়াও কলকাতা ও শহরতলির ২৫টি পুজো প্যান্ডেলে ফায়ার কিয়স্ক করা হচ্ছে। সেখানে দমকল বিভাগ কীভাবে কাজ করে, অগ্নিনির্বাপনে প্রাথমিকভাবে কী কী করণীয়; সেইসব তুলে ধরা হবে। আবার এফএম রেডিওর মাধ্যমেও সচেতনতামূলক প্রচার করা হবে। একইসঙ্গে দমকলমন্ত্রীর আরও ঘোষণা, খুব তাড়াতাড়ি রাজ্যে আরও ২৫টি স্থায়ী দমকল কেন্দ্র তৈরি হতে চলেছে। তার মধ্যে কালীঘাট ও টালিগঞ্জে পাঁচ পাম্পের ফায়ার স্টেশন এই বছরের মধ্যেই সক্রিয় হবে। এছাড়াও আগামীতে দমকল বিভাগ ফায়ার ড্রোন এবং রোবটের মতো উন্নত যন্ত্রপাতি ব্যবহার করবে। পাশাপাশি আইনি জট কাটলে রাজ্যের দমকল কেন্দ্রগুলিতে আরও প্রচুর নিয়োগ হবে বলে জানিয়েছেন মন্ত্রী সুজিত বসু।

আরও পড়ুন – দুর্গম এলাকার প্রসূতিদের জন্য বিশেষ উদ্যোগ, জানালেন মুখ্যমন্ত্রী 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

 

spot_img

Related articles

শতবর্ষে প্রয়াত স্ট্যাচু অফ ইউনিটির ডিজাইনার রাম সুতার, সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

প্রয়াত বর্ষীয়ান ভাস্কর রাম ভানজি সুতার (Ram V Sutar)। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০০ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত...

SSC-র ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট

স্কুল সার্ভিস কমিশনের (SSC) ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৩১ অগাস্ট পর্যন্ত চাকরি করতে...

মেসি কাণ্ড: রাজ্যের আর্জি মেনে পিছিয়ে গেল শুনানি, রিপোর্ট তলব হাইকোর্টের

যুবভারতীতে মেসি(Messi) বিশৃঙ্খলা কাণ্ডে বল গড়িয়েছে আদালতেও। গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসি ইভেন্টে বেনজির বিশৃঙ্খলা হয়েছে। তার জেরে ...

সেজে উঠেছে পার্ক স্ট্রিট, বিকেলেই ক্রিসমাস উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী

দুপুরে শিল্প সম্মেলন, বিকেলে বড়দিনের উৎসবের সূচনা, বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিজনেস কনক্লেভের আবহে...