দশ বছর অপেক্ষার পর বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’ (Dhumketu)। ততদিনে গ্ল্যামারাস নায়িকা বাংলা ইন্ডাস্ট্রির ভরসাযোগ্য ‘অভিনেত্রী’ শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) হয়ে উঠেছেন। তবে অভিনেতা কৌশিকের সঙ্গে স্ক্রিনশেয়ার করলেও পরিচালক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) সঙ্গে প্রায় এক দশক কাজ করা হয়নি ‘পরিণীতা’ অভিনেত্রীর। এবার কি সেই সুযোগ মিলতে চলেছে? ছুরি হাতে সহস্য বদনে যেভাবে রাজ-পত্নীর সঙ্গে আড্ডায় ব্যস্ত ‘ধূমকেতু’ পরিচালক তাতে ইন্ডাস্ট্রির ধারণা ‘সামথিং ইজ কুকিং’!

শুভশ্রী গঙ্গোপাধ্যায় বরাবরই সমাজমাধ্যমে বেশ সক্রিয়। নিজের জীবনের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি একটি ছবি আপলোড করেছেন যেখানে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে খোশমেজাজে দেখা গেছে তাঁকে। ইনস্টা পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘হাসতে হাসতে খুন করে দেব।’ এরপর থেকেই জল্পনা বাড়ছে। তাহলে কি ‘ধূমকেতু’ নায়িকাকে নিয়েই নিজের পরবর্তী সিনেমা বানাতে চলেছেন কৌশিক? ঘনিষ্ঠ মহলে পরিচালক জানিয়েছেন এক বন্ধুর বাড়িতে আড্ডার মুহূর্তে ওই ছবিটি তোলা হয়েছে। কিন্তু টলিপাড়া তা মানতে নারাজ। কানাঘুষো শোনা যাচ্ছে নতুন কাজ নিয়েই নাকি পরিচালক আর অভিনেত্রীর মধ্যে জোরদার আলোচনা চলছে। সম্ভবত এই প্রথমবার নেগেটিভ চরিত্রে অভিনয় করতে চলেছেন শুভশ্রী। তবে আপাতত মুখে কুলুপ সব পক্ষের।

–

–

–

–

–

–

–

–