বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত বনাম পাকিস্তান, রেকর্ডের লক্ষ্যে নীরজ

Date:

Share post:

বৃহস্পতিবার ফের ভারত পাকিস্তানের লড়াই। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে নামবেন নীরজ চোপড়া ও পাকিস্তানের আরশাদ নাদিম। এশিয়া কাপে তিক্ততার আবহেই ফের মুখোমুখি হবেমন ভারত ও পাকিস্তানের দুই অ্যাথলিট।

ফাইনালে ওঠার জন্য দরকার ছিল ৮৪.৫০ মিটারের থ্রো। সেই লক্ষ্যমাত্রা ২৭ বছর বয়সি ভারতীয় অ্যাথলিট প্রথম থ্রোতেই অর্জন করে নেন। যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ ‘এ’ থেকে নীরজ ছাড়াও ফাইনালে উঠেছেন জার্মানির জুলিয়ান ওয়েবার।

অন্যদিকে, পাকিস্তানের আরশাদ নাদিম প্রথম দু’টি থ্রোয়ে মাত্র ৭৬.৯৯ এবং ৭৪.১৪ মিটার ছুড়ে ফাইনালে ওঠার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছিলেন। অস্ত্রোপচার করানোর পর বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেমেছেন নাদিম। প্রথম দু’টি চেষ্টায় প্রত্যাশামতো পারফর্ম করতে পারেননি। প্রথম চেষ্টা ৭৬.৯৯ মিটার এবং দ্বিতীয় চেষ্টায় ৭৪.১৭ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন। তৃতীয় তথা শেষ চেষ্টায় ফাইনালের টিকিট পেয়ে যান নাদিম।

নীরজ বলছেন, “প্রথম রাউন্ডে ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করে দারুণ লাগছে। এখন আমাকে তরতাজা থাকতে হবে। আরও মনোযোগ দিতে হবে। ফাইনালের জন্য প্রস্তুত রয়েছি।”

আরও পড়ুন: মোদির জন্মদিনে বিশেষ উপহার পাঠালেন মেসি

এর আগে মাত্র দু’জন অ্যাথলিট পরপর দু’বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন। চেক রিপাবলিকের জান জেলেজনি ও গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্সের পর সেই তালিকায় নিজের নাম লেখাতে মুখিয়ে থাকবেন নীরজ।

 

spot_img

Related articles

বাংলা বিজেপিতে শুভেন্দুকে বাড়তি গুরুত্ব! এবার Z+ নিরাপত্তা

বাংলার বিজেপিতে (Bengal BJP) শুভেন্দু অধিকারিকে (Shuvendu Adhikari) বাড়তি গুরুত্ব। বিধানসভা নির্বাচনের আগে সেই কারনে জেড প্লাস নিরাপত্তা...

বনাঞ্চল দিয়ে হাইস্কুলে যেতে ভয়! নাগরাকাটায় বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর

বৃষ্টি আর ধসে বিধ্বস্ত উত্তর। কোজাগরী লক্ষ্মীপুজোর দিনই সেখানে দুর্গত এলাকায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফের...

বাংলার অস্ত্র বোলিং, রঞ্জি অভিযান শুরুর আগে সৌরভের ভোকাল টনিক ঈশ্বরণদের

বুধবার ঘরের মাঠে রঞ্জি(Ranji Trophy) অভিযান শুরু করছে বাংলা(Bengal)। প্রতিপক্ষ উত্তরাখণ্ড। পূ্র্ণশক্তির দল নিয়েই খেলতে নামছে বঙ্গ ব্রিগেড।...

দুর্গাপুর গণধর্ষণ: ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার সব অভিযুক্ত, এখনও আটক নির্যাতিতার সঙ্গী

ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের (gang rape) অভিযোগ দায়ের হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার সব অভিযুক্ত। রবিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...