Wednesday, December 10, 2025

কার চাপে ভিসা নীতি বদল! নতুন ঘোষণা ট্রাম্প প্রশাসনের

Date:

Share post:

শনিবারের পর রবিবার হোল বদল মার্কিন প্রশাসনের। আইন অনুযায়ী দেশের ভিসা নীতির প্রতিবাদ করতে না পারলেও বিষয়টা যে মার্কিন প্রযুক্তি সংস্থাগুলির কাছে ‘বেদনাদায়ক’ হয়ে দাঁড়িয়েছিল, তা স্পষ্ট করে দিয়েছিল মাইক্রোসফট (Microsoft), অ্যামাজন (Amazon), জেপি মরগান (JPMorgan)। তাদের যে কর্মীরা এইচওয়ানবি ভিসাধারী (H1B visa), তাদের দ্রুত ফেরার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশের ২৪ ঘন্টার মধ্যে এইচওয়ানবি ভিসা নীতিতে আবার বদল আনল ট্রাম্প প্রশাসন। পুরোনো ভিসাধারীদের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হবে না, বলেই জানানো হল।

শনিবারের ঘোষণায় মার্কিন প্রশাসন জানিয়েছিল এইচওয়ানবি ভিসাধারীদের চাকরিতে রাখলে বাৎসরিক এক লক্ষ মার্কিন ডলার জমা দিতে হবে মার্কিন ও আমেরিকায় ব্যবসা চালানো সংস্থাগুলিকে। রবিবার তা বদল করে জানানো হল, বাৎসরিক নয়। এক লক্ষ মার্কিন ডলার দিতে হবে এককালীন (one time fee)। যা তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির জন্য বড় স্বস্তি।

শনিবার ট্রাম্পের ঘোষণার পরই তিন বৃহৎ মার্কিন প্রযুক্তি সংস্থা – মাইক্রোসফট, অ্যামাজন, জেপি মরগান নিজেদের এইচওয়ানবি ভিসাধারী কর্মীদের দ্রুত দেশে ফেরার নির্দেশ দেয়। তাতেই ততস্থ হয়ে পড়ে ট্রাম্প প্রশাসন। রবিবার জানানো হয় যে, এইচওয়ানবি (H1B visa) নিয়ে নতুন আইন যা ২১ সেপ্টেম্বর থেকে লাগু হওয়ার কথা ছিল তা, পুরোনো ভিসাধারীদের (not renewals) ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। একমাত্র নতুন ভিসা যারা করাবেন তাদের জন্যই এককালীন এই টাকা দিতে হবে।

আরও পড়ুন: মার্কিন সংস্থার ভারতীয় কর্মীদের কী হবে: মাইক্রোসফট, অ্যামাজনের বিজ্ঞপ্তি

মার্কিন প্রযুক্তি সংস্থায় যেভাবে ৭১ শতাংশ ভারতীয় এবং ১১ শতাংশ চিনা প্রযুক্তিবিদ নিয়োগ হয়েছে এবং যে সংখ্যাটা ক্রমশ বাড়ছে, তা বন্ধ করে মার্কিন নাগরিকদের নিয়োগের পদ খুলতে এইচওয়ানবি ভিসার ওপর নতুন আইন লাগু করেন ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে অত্যন্ত সাবধানেই পদক্ষেপ নেন এলন মাস্ক। আইনের প্রেক্ষিতে তিনি শুধুই আমেরিকার সুবিধার কথা উল্লেখ করেন। কারণ তিনি নিজেও একজন এইচওয়ানবি ভিসাধারী মার্কিন নাগরিক।

spot_img

Related articles

নিয়ম না মানায় তিন মাসের জন্য বন্ধ দার্জিলিংয়ের গ্লেনারিসের বার- মিউজিক! 

শীতের মরশুমের শৈল শহরের পর্যটকদের জন্য খারাপ খবর। দার্জিলিং (Darjeeling) বেড়াতে গেলে ম্যালে ঘোরাঘুরির পাশাপাশি অন্যতম আকর্ষণ গ্লেনারিসের...

রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস স্মরণ, শ্রদ্ধা রোকেয়া মিনারে

বরেণ্য শিক্ষাব্রতী, নারীমুক্তির পথপ্রদর্শক ও সাহিত্যিকা রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস মঙ্গলবার সকাল ১০:৩০ টায় 'রোকেয়া মিনার'...

নচিকেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরেই স্টেন্ট বসানোর জরুরি অস্ত্রোপচার। আর সেই চিকিৎসাধীন নচিকেতা চক্রবর্তীকে দেখতে মঙ্গলবার...

জেডএসআই-এর বড় আবিষ্কার! মেঘালয়ে মিলল দুটি নতুন ‘সালটিসিডি’ মাকড়সা

মেঘালয়ের জীববৈচিত্র্যময় অরণ্যে সন্ধান মিলল দু’টি নতুন লাফানো মাকড়সার প্রজাতির। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জেডএসআই)-এর বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার...