জোর টক্কর: চাপের মুখে ‘রঘু ডাকাত’, ২৫ সেপ্টেম্বরেই ‘রক্তবীজ টু’ রিলিজ

Date:

Share post:

সিনেমা মুক্তির আগেই চাপের মুখে দেব (Dev), কাজে এল না ফাঁকা মাঠে গোল দেওয়ার প্ল্যানিং। বিশ্বকর্মা পুজোর দিন রক্তবীজ টু-র (Raktabeej 2) ট্রেলার মুক্তি পেতেই দর্শকের প্রতিক্রিয়ায় সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছিলেন ‘রঘু ডাকাত’ (Raghu Dakat)? অগত্যা তড়িঘড়ি নিজের সিনেমা মুক্তির তারিখ এগিয়ে আনার সিদ্ধান্ত এবং সেইমতো ঘোষণা হয়। কিন্তু লড়াইয়ে এক ছটাক জমি ছাড়তে নারাজ শিবপ্রসাদ মুখোপাধ্যায় – নন্দিতা রায়ের উইন্ডোজ প্রোডাকশন হাউজ (Windows Production House)। তাই আগামী ২৫ সেপ্টেম্বর একা ‘রঘু ডাকাত’ নয়, বাংলার দর্শকের কাছে আসবে ‘রক্তবীজ টু’ও। পুজোর মরশুমে টলিপাড়ার সিনে ময়দানে জোরদার টক্কর, সম্মুখ সমরে ‘রক্তবীজ টু’ vs ‘রঘু ডাকাত’।

হিন্দি ছবির সঙ্গে ‘নো শো শেয়ারিং’ নীতিকে ঢাল করে বাংলাতে একচ্ছত্র দাপট দেখানোর অভিযোগ উঠেছে দেব (Dev) এবং টলিউডের আরেক নামি প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। যখন রাজ্য সরকার (Govt of WB) সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি বাংলা সিনেমাকে প্রাইম টাইম শো এবং সমান গুরুত্ব দেওয়ার, সেখানে দাঁড়িয়ে একই দিনে একাধিক ছবি মুক্তিতে কোনও একটি ছবি (নাম উল্লেখ না করলেও কারোর বুঝতে অসুবিধা হয় না কোন সিনেমার কথা বলা হচ্ছে) বাকিদের সুযোগ থেকে বঞ্চিত করবে কেন? গত কয়েকদিনে টলিপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে বারবার উঠে এসেছে, পুজোর চারটে ছবি ছবির সমান ভাবে হল পাওয়া নিয়ে সমস্যার কথা। ক্ষমতা আর অর্থবলে ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) ‘মাফিয়া কার্ড’ খেলার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে। মেগাস্টার দেব (Dev) বা SVF কর্ণধার সরাসরি কিছু না বললেও তাঁদের হয়ে ব্যাট করতে দেখা গেছে প্রযোজক রানা সরকারকে। কিন্তু ‘ভিকটিম কার্ড’ খেলে এবার আর পার পাওয়া যাবে না তা বুঝিয়ে দিয়েছেন শিবু-নন্দিতারা। তাই চাপের কথা চেপে গিয়ে, অন্য ছবিকে জায়গা করে দিতেই একদিন আগে ছবি রিলিজের ‘উদারতা’ দেখানোর নামে আসলে যে মেগাস্টারের ফাঁকা মাঠে গোল দেওয়ার চেনা প্রবণতা ধরা দিয়েছিল, তাকেই এবার কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে উইন্ডোজ প্রোডাকশন হাউস। ২৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘রক্তবীজ টু’ এবং রঘু ডাকাত।

spot_img

Related articles

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কনটেন্ট সরানোর নিয়ম সংশোধনের পথে কেন্দ্র 

ইউটিউব (YT) হোক বা ফেসবুক (Facebook), এবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কনটেন্ট সরানোর নিয়মে বড় বদল আসতে চলেছে।...

বামা কালীর নাচে মুগ্ধ শাহরুখের কেকেআর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট নাইটদের

দীপাবলির আলো ঝলমলে উৎসবের মেজাজের শেষে প্রতিমা নিরঞ্জনেও উজ্জ্বল নদিয়ার শান্তিপুর (Shantipur, Nadia)। প্রতিবছরের মতো এবারও নৃত্যরত বামা...

ভাইফোঁটার আনন্দে মাতল টলিউড, সমাজমাধ্যমে ছবি পোস্ট তারকাদের

বাংলা জুড়ে হইহই করে পালিত হল ভাইফোঁটা উৎসব। সকাল থেকে মিষ্টির দোকানে লম্বা লাইন, বেলা বাড়তে ভিড় বাড়ল...

নতুন মাকে জন্মদিনে শুভেচ্ছা, পরিণীতির সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ রাঘবের

মা হওয়ার পরে এই প্রথম জন্মদিন পরিণীতির। তাই স্বামী রাঘব চাড্ডা তাঁকে এবার একটু অভিনব উপায়ে জন্মদিনের শুভেচ্ছা...