রাতের কোটা শহর। আচমকা দেখা মিলল রোম্যান্টিক যুগলের। না, রাস্তায় না। সোজা গাড়ির উপরে।

কিন্তু কেউ দেখল না? বা তাদের কেউ নামালো না? আসলে তারা যে গাড়ির উপরে সেটাই পুলিশের গাড়ি। আইনের রক্ষকের গাড়ির ছাদে উঠেই আইন ভাঙল রাজস্থানের কোটার (Kota) যুগল।

আদতে বাড়ি থেকে পালানো এই যুগলকেই খুঁজছিল পুলিশ। বিজেপি জমানায় রাজস্থানের পুলিশের (Rajasthan Police) দুর্গতি এমনই যে নাবালিকা ও তার প্রেমিক যুবকই (couple) তাদের নাকে দড়ি দিয়ে ঘোরালো।

রাজস্থানের কোটায় নানটা থানা এলাকার এক নাবালিকা ও এক যুবকের পরিবার তাদের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে। সেই মতো শুরু হয় তল্লাশি। সরোবর টকিজের কাছে পুলিশের (Rajasthan Police) গাড়ি দেখেই এক যুবক-যুবতী পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধরতে গেলে তারা সোজা চড়ে বসে পুলিশের গাড়ির মাথায়। ২২ বছরের যুবকটি ছিল মত্ত অবস্থায়।

এরপর শুরু হয় তাদের গাড়ির ছাদ থেকে নামানোর কসরৎ। নাবালিকা দাবি করে, যদি পুলিশ যুবককে ছেড়ে দেয় তবে সে তাকে গাড়ির ছাদ থেকে নামিয়ে আনতে পারে। ভিড় জমে যায় রাস্তায়। সকলেই তখন অশ্লীল ভিডিও তুলতে মগ্ন। শেষে নেশার ঘোরে ভারসাম্য হারিয়ে গাড়ির ছাদে পড়ে যায় যুবক। তখন তাকে নামিয়ে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: জুবিনের জন্য ১০ বিঘা জমিতে সমাধিস্থল: অন্তেষ্টির দিন ঘোষণা অসমে

গোটা ঘটনায় প্রশ্নে রাজস্থান পুলিশের দক্ষতা। প্রথমে যুগলকে (couple) দেখতে পেয়েও ধরতে না পারা। শেষে আইন ভেঙে পুলিশের গাড়ির ছাদে কীভাবে উঠল তারা, তা নিয়ে প্রশ্ন দুজনের পরিবাবের। ঘটনায় যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

–

–

–