Tuesday, December 9, 2025

‘দায়িত্বজ্ঞানহীন’ ১০২ দিনেও চূড়ান্ত রিপোর্ট নেই, এয়ার ইন্ডিয়া ক্র্যাশ রিপোর্ট নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

Date:

Share post:

AI 171, এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার রিপোর্টে ‘পাইলটের ভুল’-দাবিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে ক্ষোভ প্রকাশ করল সুপ্রিম কোর্টের। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় তদন্তের দাবি জানিয়ে একটি জনস্বার্থ মামলার উত্তরে শীর্ষ আদালত জানায়, এভাবে প্রাথমিক তদন্ত রিপোর্টের ভিত্তিতে পাইলটদের দোষ দেওয়া একেবারেই ‘দায়িত্বজ্ঞানহীন এবং দুর্ভাগ্যজনক’ একটা কাজ।

গত ১২ জুন টেকঅফের কিছুক্ষণের মধ্যে গুজরাটের মেঘানিনগরে ভেঙে পড়ে লন্ডনমুখী এয়ার ইন্ডিয়ার বিমান। মেঘানিনগরে বিজে মেডিক্যাল কলেজ হস্টেলের উপর ভেঙে পড়ে বিমানটি। এই দুর্ঘটনায় ২৪১ জন বিমানযাত্রী ও ক্রু-সহ মোট ২৬০ জন প্রাণ হারিয়েছিলেন। এই প্রসঙ্গে এদিন শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এন কে সিংহের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, যদি আগামীকাল কেউ দায়িত্বজ্ঞানহীনভাবে বলে যে যেকোন একজন পাইলট দোষী ছিলেন, তাহলে তাঁদের পরিবারকে ভর্ৎসনার মুখে পড়তে হবে। কিন্তু যদি পরে চূড়ান্ত তদন্ত রিপোর্টে তাঁদের কোনও দোষ না পাওয়া যায় তাহলে কী হবে? দুর্ঘটনার ১০২ দিন পেরিয়েছে। এখনও চূড়ান্ত রিপোর্ট আসেনি কেন এই প্রশ্নও তোলা হয়। কেন্দ্র এবং ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)-কে এই মর্মে নোটিশ পাঠিয়ে মতামত জানতে চেয়েছে শীর্ষ আদালত। অন্তর্বর্তীকালীন একটি রিপোর্টে একটি লাইন ছিল যার থেকে পাইলটদের দোষী সাব‍্যস্ত করা হয়েছে কিন্তু বিমানের টেকনিক্যাল কারনেই ইঞ্জিন সুইচ বন্ধ হয়ে থাকতে পারে বলেই মনে করা হয়েছে। বিমান দুর্ঘটনার সঠিক কারণ আজও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ককপিটের অডিও রেকর্ডিং অনুযায়ী, পাইলটদের কথোপকথনে জ্বালানি সরবরাহ বন্ধের কথা জানা গিয়েছিল। এতে পাইলট ত্রুটির বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়।

আরও পড়ুন:উচ্চমাধ্যমিক জীববিদ্যায় প্রশ্নপত্রে ‘ভুল’! নম্বর নিয়ে নির্দেশিকা সংসদের

উল্লেখ্য, এএআইবির পক্ষ থেকে যে তদন্ত করা হচ্ছে সেই ৫ সদস্যের টিমে ৩ জন ডিজিসি-এর আধিকারিক আছেন। কিন্তু দুর্ঘটনায় যাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে, তাঁদেরই কর্মী নিরপেক্ষ তদন্ত কীভাবে করবেন এই নিয়ে প্রশ্ন উঠল আদালতে। বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ সব তথ‍্য প্রকাশ‍্যে আনার পক্ষে রায় দেন নি তবে সব পক্ষের জন‍্য নোটিস ইস‍্যু করা হয়েছে ।

spot_img

Related articles

হাতে গুরুতর চোট! হাসপাতালে ভর্তি পার্থ চট্টোপাধ্যায়

নিয়োগ মামলায় জামিন পাওয়ার পর থেকেই বেহালার বাড়িতেই  ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে আচমকাই বাড়ির বাথরুমে...

গোয়ায় নাইট ক্লাব বিস্ফোরণে প্রাণ গেল বাগডোগরার যুবকের! তদন্তের দাবি পরিবারের

গোয়ায় নাইট ক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল বাগডোগরার ২৪ বছরের যুবক সুভাষ ছেত্রীর। রবিবার গভীর রাতে ঘটে যাওয়া...

ঘাড় ধাক্কা দিয়ে রাজন্যা-প্রান্তিককে পথে বসিয়ে দিল বিজেপি

তৃণমুলের বাতিল ছাঁট যুগলকে নিচ্ছে না বিজেপি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সুনজরে পড়ায় ২১ জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার...

‘রুশা’ প্রকল্পের টাকা নিয়ে সুকান্তর মিথ্যাচার: ‘ভিত্তিহীন’ বলে ওড়ালেন ব্রাত্য

রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান বা 'রুশা' খাতে কেন্দ্র টাকা দিলেও রাজ্যের গাফিলতিতে নাকি এই টাকা ব্যবহার করা যাচ্ছে...