মেট্রোর কাজের জন্য নিকাশি বন্ধ হয়, দায় ওদের নিতে হবে: কর্তৃপক্ষকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত মহানগর। ভোর থেকে জল নামানোর কাজে ব্যস্ত পুরসভা থেকে প্রশাসন। এই পরিস্থিতিতে কলকাতা থেকে জল নামতে দেরি হওয়ার জন্য মেট্রো (Metro Rail) কর্তৃপক্ষকেও দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । মঙ্গলবার সন্ধেয় সাংবাদিক বৈঠকে তিনি বলেন “মেট্রোর কাজের জন্য দিনের পর দিন বালি, মেটেরিয়ালস পড়ে থাকে। নালা বন্ধ হয়ে যায়। দায় ওদেরও নিতে হবে।”

দীর্ঘদিন ধরে কাজ চলছে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে। শহরের নিকাশি ব্যবস্থা। কলকাতার জল জমার জন্য এদিন মেট্রো কর্তৃপক্ষকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন,

“বর্ষা এবার তাড়াতাড়ি এসেছে, পুজো এবার তাড়াতাড়ি এসেছে। Nkda থেকে বলা হল, মেট্রোর (Metro Rail) কাজ হচ্ছে। তাদের সব জিনিস পড়ে গিয়ে নালা নর্দমা বন্ধ করে রেখেছে। এটা দায়িত্ব তাদের নিতে হবে। যারা দিনের পর দিন জিনিস ফেলে রেখেছে। আপনারা বলুন যাতে ওরা দায়িত্বশীলতার ভূমিকা নেয়।”

বিদ্যুতের খোলা তারে প্রাণহানির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী CESC-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বলেন, “৮-৯ জন মারা গিয়েছেন বিদ্যুতের জন্য। সিইএসসি-কে বলেছি, রাস্তায় পড়ে থাকা তারগুলো সরাতে হবে।” আমি তোদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাতের প্রশাসনিক প্রধান জানান, “জীবনের বিকল্প অর্থ হয় না। তবু সরকারের তরফে আর্থিক সাহায্য দেওয়া হবে। আমার মনে হয়, প্রত্যেক পরিবারকেই অন্তত পাঁচ লক্ষ টাকা দেওয়া উচিত ওদেরও (CESC-র)।” সকলকে সতর্কতা মেনে চলার পরামর্শও দেন মুখ্যমন্ত্রীর।

সূত্রের খবর, নবাদিগন্ত শিল্প তালুক অর্থাৎ সল্টলেক বাইপাস এবং সেক্টর V-এর সংলগ্ন এলাকার কিছু জায়গায় মেট্রো কাজের জন্য প্রধান নিকাশি নালা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে জল জমেছে। টেকনোপলিস থেকে ALBL ক্রসিংয়ের কাছে ৫ নম্বর পাম্পিং স্টেশন পর্যন্ত মেট্রো রেলের কাজের কারণে ক্ষতি হয়েছে। উইপ্রোর কাছেও নিকাশি পাইপের একটি অংশ একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট অংশে মেট্রোর কাজ শেষ না হওয়ার কারণে সেই লাইন সরানো সম্ভব হয়নি।

spot_img

Related articles

ফের বিঘ্ন মেট্রো পরিষেবা, যতীন দাস পার্কে আত্মহত্যায় ব্যাহত ব্লু লাইন

ফের ব্যাহত ব্লু লাইন মেট্রো পরিষেবা (Blue Line Metro Service)! শুক্রবার দুপুর প্রায় ১টা ৩০ মিনিট নাগাদ হঠাৎই...

“রাজনৈতিক মন্তব্য থেকে বিরত থাকুন”, সূর্যকুমারকে সতর্কবার্তা আইসিসির

রবিবার এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে খেলতে নামছে ভারত। প্রতিপক্ষ পাকিস্তান। কিন্তু তার আগেই  সতর্কিত হলেন সূর্যকুমার যাদব...

আগে সোনার উত্তরপ্রদেশ-বিহার-অসম গড়ে দেখান: শাহকে চ্যালেঞ্জ অভিষেকের

ফের একবার রাজ্যে এসে  'সোনার বাংলা' গড়ার ফাঁকা আওয়াজ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার কিছুক্ষণের মধ্যেই...

পরিযায়ী মামলায় হাইকোর্টে জোর ধাক্কা কেন্দ্রের

'পরিযায়ী' তকমা দিয়ে বাংলার পরিবারকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বাংলাদেশি বলে...