কলকাতায় পুজোর আমেজ। বৃষ্টি অসুরকে বধ করে উৎসবের আনন্দে মেতে উঠতে তৈরি শহরবাসী। তৃতীয়ার সকালে দুর্গাপূজার আনন্দে মাতলেন লাল হলুদ ফুটবলাররা ( East Bengal)।

বুধবার রাজডাঙ্গার নব উদয় সংঘের পুজোতে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের ফুটবলার সৌভিক চক্রবর্তী, আনোয়ার আলি সহ বেশ বেশ কয়েকজন সিনিয়র ফুটবলার। পাশাপাশি উপস্হিত ছিলেন মহিলা দলের সদস্যরা।।

সদ্য কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। এবার লক্ষ্য সুপার কাপ। দলের অধিনায়ক সৌভিক চক্রবর্তী জানিয়েছেন, যে কোনও টুর্নামেন্ট এ চ্যাম্পিয়ন হলে সেটা দলকে আত্মবিশ্বাস দেয়। আমাদের জুনিয়র ফুটবলাররাও যে তৈরি সেটাও এই টুর্নামেন্ট থেকে প্রমাণিত হয়েছে। আমরা যে কোনও টুর্নামেন্ট এ খেলতে নামলে ১০০% দেব। আমাদের সামনের টুর্নামেন্ট গুলোতে ফোকাস করতে হবে সেটা সুপার কাপ হোক আইএসএল।

পুজোর পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে সৌভিক বলেন, আমাদের পুজোর মধ্যে অনুশীলন আছে, যদি ছুটি পাই স্ত্রীকে সঙ্গে নিয়ে অঞ্জলি দিতে যাবো।

একইসঙ্গে সুপার কাপে বিদেশি সংখ্যা কমানো নিয়ে মোহনবাগান চিঠি দিয়েছে ফেডারেশনকে। এই প্রসঙ্গে সৌভিক বলেন, কোন ক্লাব চিঠি দিয়েছে সেটা আমি জানি না আমাদের ফেডারেশন যে নির্দেশ দেবে সেই অনুযায়ী খেলব ।

:

এদিন, পুজোর আনন্দে মাতলেন লাল হলুদের পুরুষ ও মহিলা দলের বিদেশি ও ভিন রাজ্যের ফুটবলাররা। আটার তৈরি দুর্গা মূর্তি দেখে অবাক হয়ে যান তারা।।

–

–

–
–