Monday, January 12, 2026

তিন পুজোর থেকেও খসে পড়ল একটা! অমিত শাহর উদ্বোধন বাতিলে কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

বাংলায় ৬২ হাজার ৩৫৫টি পুজো হয়। তার মধ্যে বিজেপি নিজেদের পুজো বলে দাবি করেছিল মাত্র তিনটিকে। আর সেই পুজো উদ্বোধনে ঘটা করে উদ্বোধন করার কথা ছিল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর। কিন্তু বিধি বাম। হারাধনের দশটি ছেলের মতো একটি পুজো উদ্বোধন (puja inauguration) বাতিল করা হল স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) থেকে। কেন করা হল? তার জবাব দেয়নি উদ্যোক্তা কিংবা বিজেপি। কিন্তু জানা গিয়েছে, ঘটনার পিছনে রয়েছে উদ্বোধনে লোক যোগাড় করা দুষ্কর হয়ে পড়েছে ওই পুজো কমিটির। লোক হাসানো বন্ধ করতে তাই শেষমেশ সিদ্ধান্ত উদ্বোধনে যাবেনই না অমিত শাহ (Amit Shah)।

রইল বাকি দুটি পুজো। তার মধ্যে একটি পুজো আবার হল ভাড়া করে। যে ধরনের পুজো একমাত্র বিদেশেই হয়। কিন্তু দুর্গাপুজোর পিঠস্থান বাংলায় যে এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে বিজেপিকে, তা ভাবা যায়নি। বিজেপির অন্দরমহলে এখন আকচা আকচির চূড়ান্ত। বলা হচ্ছে, সাধ্য নেই, জনসমর্থন নেই, লোকজন নেই। তা সত্ত্বেও এত কেন ঢাক ঢোল পেটানো? বাংলার শাসক দল তৃণমূলের কটাক্ষ, এখানেই প্রমাণ হয়ে গেল বিজেপির আসলে বাংলায় কোনও পাড়াই নেই।

আরও পড়ুন: ছয় বছর ধরে প্রতিশ্রুতি ভঙ্গ মোদি-শাহর! লাদাখে বিজেপি পার্টি অফিসে আগুন

শুক্রবার কলকাতার তিন পুজো উদ্বোধনের মধ্যে একটি বাতিল নিয়ে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, লোকজন হবে না। তাই দক্ষিণ কলকাতায় বাতিল হল অমিত শাহর পুজো উদ্বোধন। ৮৭ নম্বর ওয়ার্ডে সেবক সংঘে ২৬/৯ চতুর্থীর দুপুরে যাওয়ার কথা ছিল তাঁর। দিল্লি থেকে রাজ্য বিজেপিকে এইমাত্র জানানো হয়েছে বাতিল। যদিও আমন্ত্রণপর্ব শেষ। সূত্রের খবর, কোনো ভিড় হবে না বলে আইবি রিপোর্ট দিয়েছে। ফলে রইল বাকি দুই। নেবুতলা পার্ক ও সল্ট লেকের হল ভাড়া করা পুজো। আবার প্রমাণ হল আদি বিজেপি নেতাদের কোনো পাড়া নেই, পুজো নেই। অমিতবাবুর যাতায়াত, ছবি তোলাই সার। তাঁদের এই পুজো পর্যটনের কোনো রাজনৈতিক প্রভাব আগেও ছিল না, এখনও নেই।

 

spot_img

Related articles

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...