আবার হামলা বালোচিস্তানের জাফার এক্সপ্রেসে। বিস্ফোরণে লাইনচ্যুত ট্রেনের ৬টি কামরা। মঙ্গলবার বালোচিস্তানের (Balochistan) মাস্তুং জেলার দাশ্ত অঞ্চলে দুর্ঘটনার সময় ৪০০ জনের বেশি যাত্রী ছিল ট্রেনটিতে। ফলে বড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। আহত বহু। হতাহত অনেকে।

পাকিস্তানের পেশোয়ার থেকে কোয়েটার উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। প্রাথমিকভাবে অনুমান, আইইডি বিস্ফোরণের (IED explosion) জেরে এই ঘটনা ঘটেছে। তবে কারা হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার নয়। এখনও পর্যন্ত কোনও এই হামলার দায় নেয়নি। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে বালোচ বিদ্রোহীদের ঘাঁটি। অনুমান করা হচ্ছে হামলার পিছনে রয়েছে বালোচ বিদ্রোহীরাই। এই নিয়ে চলতি অগাস্ট মাসে ৫ বার পাকিস্তানের যাত্রীবাহী ট্রেনে হামলা হল।

আরও পড়ুন: ছয় বছর ধরে প্রতিশ্রুতি ভঙ্গ মোদি-শাহর! লাদাখে বিজেপি পার্টি অফিসে আগুন

গত মার্চে বোলানে জাফার এক্সপ্রেস অপহরণ করেছিল বালোচ বিদ্রোহীরা। দীর্ঘ অভিযানের পর পাক সেনার তরফে দাবি করা হয় সব বিদ্রোহীদের হত্যা করে অপহৃতদের উদ্ধার করা হয়েছে। যদিও পালটা বিদ্রোহীদের বক্তব্য, ৪৮ ঘণ্টার সময়সীমা পার হওয়ার পর ২১৪ জন পণবন্দিকে খুন করা হয়েছে। এরপর গত ১০ অগাস্ট হামলা হয়েছিল জাফার এক্সপ্রেসে। তখন ট্রেনের ৫টি কামরা লাইনচ্যুত হয়। তবে মঙ্গলবারের হামলা কার্যত ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় হামলা। মঙ্গলবার সকালেই বালুচিস্তানের মূল রেল সংযোগকারী লাইনে আরও একটি আইডি বিস্ফোরণের (IED explosion) ঘটনা ঘটেছিল।

–

–

–

–

–

–