হাওড়ায় উৎসবের মরশুমে মানুষের পাশে যুব তৃণমূল কর্মীরা, চালু ‘অভিষেকের দূত দুর্গাপুজো অ্যাপ’    

Date:

Share post:

হাওড়ায় যুবনেতা কৈলাস মিশ্রর উদ্যোগে উৎসবের মরশুমে অভিষেকের দূত হিসেবে মানুষের পাশে থাকছেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বুধবার হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ‘অভিষেকের দূত দুর্গাপুজো অ্যাপ’ শীর্ষক একটি মোবাইল অ্যাপের সূচনা করলেন হাওড়া সদর তৃণমূলের চেয়ারম্যান ও মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন হাওড়া সদর তৃণমূলের সভাপতি ও বিধায়ক গৌতম চৌধুরি, বিধায়ক ও হাওড়া সদর মহিলা তৃণমূলের সভানেত্রী নন্দিতা চৌধুরি, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্র সহ দলের আরও অনেকে।

যেকোনও অ্যানড্রয়েড মোবাইল ফোনের প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে। এই অ্যাপে হাওড়া সদরের ৮টি বিধানসভা এলাকার পুজোর বিষয়ে সমস্ত খুঁটিনাটি তথ্য, নিকটবর্তী থানা, দমকল অফিসের ফোন নাম্বার, কোন মণ্ডপে কেমন ভিড় রয়েছে, কিভাবে মন্ডপগুলিতে যেতে হবে সেসবই পুঙ্খানুখ তথ্য থাকছে। সেইসঙ্গে বিধানসভা কেন্দ্রের নির্দিষ্ট কয়েকজন যুব তৃণমূল কর্মীদের নাম ওফোন নাম্বারও দেওয়া থাকছে। পাশাপাশি মোট ১৮০ জন ‘অভিষেকের দূত’ হিসেবে নিযুক্ত যুব তৃণমল কর্মীদের নাম ও ফোন নাম্বারও দেওয়া থাকছে। তাঁরা কে কে কোন মন্ডপ চত্বরে মানুষের পাশে থেকে সাহায্যের জন্য নিযুক্ত থাকবেন তাও উল্লেখ থাকবে এই অ্যাপে। হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্র জানান, ‘ষষ্ঠীর দিন থেকে আমাদের এই পরিষেবা চালু হবে। দুর্গাপুজোর পরেও কালীপুজো, ছটপুজো, জগদ্ধাত্রী পুজো, বড়দিন সহ সমস্ত উৎসবের সময়েই যুব তৃণমূলের ওই কর্মীরা অভিষেকের দূত হিসেবে মানুষের পাশে হাজির থাকবেন। আমরা গত ৩ বছর ধরে এই পরিষেবা দিয়ে আসছি। এবারই প্রথম এই সংক্রান্ত মোবাইল ফোনের অ্যাপটি চালু করা হল। অভিষেকের দূত দুর্গাপুজো অ্যাপে ক্লিক করলেই যে কেউ এই পরিষেবা পাবেন। বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধা, মহিলা ও শিশুরা কোনও সমস্যায় পড়লে এখান থেকে আমাদের যুব তৃণমূল কর্মীদের সঙ্গে সরাসারি যোগাযোগ করতে পারবেন। অভিষেকের দূত হিসেবে তাঁরা সবসময় মানুষের পাশে থাকবেন। পুরো বিষয়টিতে আমরা সবসময় নজরদারি চালাবো।’

এই অ্যাপের সূচনা করে মন্ত্রী অরূপ রায় বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের দলের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে থাকতে বলেন। সেই আদর্শেই উদ্বুদ্ধ হয়ে হাওড়া সদর যুব তৃণমূলের কর্মীরা অভিষেকের দূত হিসেবে উৎসবের মরসুমে সবসময় মানুষের পাশে থাকবে। যা সত্যিই একটা প্রশংসনীয় উদ্যোগ।’

আরও পড়ুন – ষষ্ঠী থেকে নবমীতে জোড়া ঘূর্ণাবর্ত: পুজোর পাঁচদিন স্বস্তি দেবে বৃষ্টি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

রানাকে ফের কটাক্ষ কুণালের, কী বললেন?

দীর্ঘদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ কুণাল ঘোষের (Kunal Ghosh)। সাংবাদিক কুণাল ঘোষ, রাজনীতিবিদ কুণাল ঘোষ- কারও কাছেই...

কলকাতা থেকে জেলায় পুজো দেখতে বেরিয়ে হয়রান! এক App-এই সমাধান রাজ্য পুলিশের

কখনও পুজোর প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে খুঁজে না পাওয়া। আবার কখনও যানজটে আটকে যাওয়া। কলকাতা শহর থেকে জেলা শহরে...

প্রাথমিকে নিয়োগ মুখ্যমন্ত্রীর বরাভয়: পুজোর পরে নিয়োগের বার্তা শিক্ষামন্ত্রীর

রাজ্যের কর্মপ্রার্থীদের জন্য কর্ম নিশ্চয়তা প্রদানে বর্তমান রাজ্য সরকার বরাবর অগ্রণী ভূমিকা নিয়েছে। আর এই নিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ...

এখনও মেলেনি দেহাংশ: রামপুরহাট ছাত্রী খুনে ৯ দিনে চার্জশিট পুলিশের

রামপুরহাটের স্কুল ছাত্রীর খুনের ঘটনায় মূল অভিযুক্ত শিক্ষক মনোজ পালকে গ্রেফতারের নয়দিনের মাথায় চার্জশিট পেশ করল রামপুরহাট থানার...