বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের( IND vs WI) বিরুদ্ধে টেস্টে (Test) সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে ভারতীয় দল।তবে চর্চায় রয়েছে একদিনের দলের অধিনায়কত্ব নিয়ে। রোহিত শর্মা পরবর্তী সময়ে শ্রেয়স আইয়ারই কি ভারতীয় দলের নেতা, এই বিষয়ে মুখ খুললেন মুখ্য নির্বাচক অজিত আগরকর (Ajit Agarakr)।

একদিনের দলে অধিনায়কত্ব নিয়ে আগরকর বলেন, “আমরা ওডিআই ফরম্যাট নিয়ে এখনও আলোচনা করিনি। শ্রেয়স সিনিয়র ক্রিকেটার, তবে বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। এর আগে আইপিএলে ও অধিনায়কত্ব করেছে। এমনকি ভারত ‘এ’ দলের অধিনায়কত্ব করেছে। তার মানে এই নয় যে ওকে এক দিনেক দলের অধিনায়ক করে দেওয়া হবে। অনেকের মধ্যেই অধিনায়ক হওয়ার গুণ থাকে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলে দলে সুযোগ পাননি অভিমন্যু ঈশ্বরণ থেকে করুন নায়ার, শামির নাম নিয়েও আলোচনা হয়ননি। দল ঘোষণা শেষে আগরকর বলেন, “একজন পারফর্মার হিসেবে আমরা জানি সে কী করতে পারে। তবে শামি সম্পর্কে আমার কাছে কোনও তথ্য নেই। ও দলীপ ট্রফিতে খেলেছে। শেষ কয়েক বছরে খুব বেশি ক্রিকেট খেলেনি। কিন্তু সবার আগে ওকে ক্রিকেট খেলতে হবে।” আগস্টে দলীপ ট্রফির শেষ দিনে পূর্বাঞ্চলের হয়ে মাঠে নামতে পারেননি শামি। জানা গিয়েছিল, পায়ে চোট লেগেছিল তাঁর।

আরও পড়ুন :সুপার কাপে একই গ্রুপে মোহন-ইস্ট, কবে হবে ডার্বি ম্যাচ?

ঈশ্বরণের না থাকা নিয়ে আগরকরের যুক্তি, “বিদেশে গেলে তৃতীয় ওপেনার দরকার হয়। ফলে ১৬-১৭ জনের স্কোয়াড বাছা হয়। এখানে তৃতীয় ওপেনার দরকার নেই। যদি কেউ চোট পায় ঈশ্বরণকে দ্রুত দলের সঙ্গে যুক্ত করা হবে। ঈশ্বরণের পরিবর্তে অক্ষর পটেলের মতো স্পিনার-অলরাউন্ডার নিয়েছি। তা ছাড়া কেএল রাহুল আর যশস্বী তো ওপেনিংয়ে খারাপ খেলেনি। আগামীদিনে প্রয়োজন হলে অভিমন্যুর কথা ভাবা হবে। করুণের থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল।”

–

–

–

–

–