দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে ফের চালু হতে চলেছে ডাক বিভাগের এটিএম পরিষেবা। যোগাযোগ মন্ত্রকের উদ্যোগে সর্বভারতীয় স্তরে বেসরকারি সংস্থা নির্বাচিত হয়েছে, যারা ডাক বিভাগের আওতায় থাকা এটিএমগুলির রক্ষণাবেক্ষণ ও নগদ টাকা ভরার দায়িত্ব নেবে।

ডাক বিভাগ জানিয়েছে, সব এটিএম একযোগে চালু করা সম্ভব নয়। ধাপে ধাপে পরিষেবা শুরু হবে। গত কয়েক বছরে পদ্ধতিগত সমস্যার কারণে রক্ষণাবেক্ষণের অভাব দেখা দিয়েছিল, ফলে বহু এটিএম অকেজো হয়ে পড়ে।

গ্রাহকদের সেই দীর্ঘদিনের অভিযোগ মেটাতেই এবার নতুন উদ্যোগ নিয়েছে ডাক বিভাগ। সংস্থার দাবি, ধাপে ধাপে এই পরিষেবা চালু হলে গ্রাহকরা আগের মতোই নিয়মিতভাবে ডাক বিভাগের এটিএম ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন – রক্তবীজ ২: নির্ভেজাল বাঙালিয়ানায় মোড়া নির্মেদ থ্রিলার

_

_

_

_

_

_
_