কখনও পুজোর প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে খুঁজে না পাওয়া। আবার কখনও যানজটে আটকে যাওয়া। কলকাতা শহর থেকে জেলা শহরে এই সমস্যায় জেরবার হন রাজ্যবাসী। এবার এক অ্যাপেই সমাধান এনে দিল রাজ্য পুলিশ। অ্যাপের নাম ‘সবার পূজা’ (Sabar Puja)। এই অ্যাপ (App) ডাউনলোড করলেই মিলবে সহজে সমাধান।

কী রয়েছে এই অ্যাপে –
কাছাকাছি পুজো মণ্ডপ কোথায়
সমস্যায় পড়লে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ
আশেপাশে কোথায় যানজট আর কোথায় সহজ রাস্তা
কাছাকাছি শৌচাগার কোথায়
কাছাকাছি পুজো মণ্ডপের প্রতিমা ও মণ্ডপের ছবি

কীভাবে সাহায্য –
অ্যাপে গেলেই চাওয়া হবে আপনার লোকেশন। জেলা শহর থেকে শহর কলকাতার যে সব জায়গায় মিলবে সাহায্য – বিধাননগর, ব্যারাকপুর, হাওড়া, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, চন্দননগর, পূর্ব বর্ধমান, বারুইপুর ও ডায়মন্ড হারবার এলাকা।

আরও পড়ুন: খোলেনি দেশপ্রিয় পার্ক: চতুর্থীতেই শহর থেকে গ্রামে পুজো মণ্ডপে দর্শনার্থীর ঢল

পুজো দেখতে বেরোনোর আগে নিজেদের ফোনে এই অ্যাপ ডাউনলোড করে নেওয়ার পরামর্শ রাজ্য পুলিশের। জানানো হচ্ছে, পুজোর আনন্দে এবার সঙ্গী রাজ্য পুলিশের বিশেষ অ্যাপ ‘সবার পুজো’ (Sabar Puja)। আরও বেশি স্মার্ট পথে পুজো রেডি হওয়ার ডাক রাজ্য পুলিশের।

https://x.com/WBPolice/status/1971402577171423359

–

–

–

–