Sunday, November 16, 2025

বিতর্কের আবহেই মেগা ফাইনাল, জানুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

Date:

Share post:

বিতর্কের আবহেই রবিবার এশিয়া কাপ (Asia Cup) ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান (IND vs PAK)। এই নিয়ে চলতি টুর্নামেন্টে তৃতীয়বার মুখোমুখি হচ্ছে দুই দেশ।

ম্যাচের শেষ এবং  ট্রফি দেওয়ার পাশাপাশি দুই দলের সঙ্গে হাত মেলানোর কথাও রয়েছে তাঁর। ভারত কী করে সেটাই এখন দেখার।  এর আগে ভারত হাত মেলায়নি পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে।

রবিবারের ফাইনালে জিতলে ভারতকে ট্রফি নিতে হবে।  সেই ট্রফি তুলে দেওয়ার জন্য মঞ্চে থাকবেন মহসিন নকভি, যিনি এসিসি চেয়ারম্যান ও পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী। ভারতীয় দল সেই কর্তার হাত থেকে ট্রফি নেবে কি না, তা নিয়েও সন্দেহ আছে। এর আগে জানা গি্য়েছিল ভারত পুরস্কা্র বিতরণী মঞ্চে থাকবে না। নাকভির হাত থেকে ট্রফিও নেবে না। সম্প্রতি ভারতকে কটাক্ষ করে সমাজমাধ্যমে একের পর এক পোস্ট করেছেন নকভি।

পাশাপাশি কেমন হতে পারে ভারতীয় দল তা নিয়েও চর্চা শুরু হচ্ছে।  গরমে শুকনো পিচে স্পিনাররা একটু আধটু সুবিধা পান। তাছাড়া উইনিং কম্বিনেশন কেউ বদলাতে চায় না। পাকিস্তানের বিরুদ্ধে তাই শেষ দু’ম্যাচে সাফল্য পাওয়া দলই খেলতে পারে আজ।

ভারতের জন্য চিন্তার জায়গা হল হার্দিক পাণ্ডিয়ার ফিটনেস। শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র এক ওভার বল করেন তিনি। ম্যাচ শেষে বোলিং কোচ মর্নি মর্কেলও হার্দিকের চোট নিয়ে উদ্বেগপ্রকাশ করেন হার্দিক যদি শেষ পর্যন্ত খেলতে না পারেন, তবে তার জায়গা নিতে পারেন অর্শদীপ সিং বা হর্ষিত রানা।

আরও পড়ুন:”মায়ের স্নেহভরা মুখের উন্মোচনে আলোকিত হয় জগৎ”, মহাষষ্ঠীর শুভেচ্ছা অভিষেকের

ভারতের সম্ভাব্য একাদশ হিসেবে নাম থাকতে পারেন অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া/অর্শদীপ সিং বা হর্ষিত রানা, শিভম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ এবং বরুণ চক্রবর্তীর।

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...