Wednesday, November 5, 2025

বিজয়ের সভায় পদপিষ্ট কাণ্ডে অমানবিকতার অভিযোগ! হাইকোর্টের দ্বারস্থ টিভিকে 

Date:

Share post:

তামিল অভিনেতা তথা রাজনৈতিক নেতা বিজয়ের জনসভাকে ঘিরে পদপিষ্ট কাণ্ডে নতুন মোড়। অভিযোগ উঠেছে, দুর্ঘটনার সময় সাধারণ মানুষের প্রতি চরম অমানবিক আচরণ করেছিলেন বিজয়। সকাল থেকে অপেক্ষায় থাকা জনতা সন্ধ্যা ৭টার পর তাঁর আগমনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শুরু হয় ধাক্কাধাক্কি, অজ্ঞান হয়ে পড়েন অনেকে। কেউ কেউ বিজয়ের দৃষ্টি আকর্ষণের জন্য বাসে চপ্পল ছুড়তে থাকেন। জনতা সাহায্যের জন্য চিৎকার করলেও বিজয় তা উপেক্ষা করেছেন বলে অভিযোগ।

এই ঘটনার পরই রাতারাতি মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজয়। তাঁর রাজনৈতিক দল *তামিলাগা ভেট্রি কাজাগম* (টিভিকে) রবিবার আদালতে জরুরি আর্জি দাখিল করে। তারা দাবি করেছে, পদপিষ্টের ঘটনায় চক্রান্ত রয়েছে এবং নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। আইনি সংবাদমাধ্যম লাইভ ল জানিয়েছে, হাইকোর্ট আবেদনটি গ্রহণ করেছে এবং খুব সম্ভবত সোমবারই শুনানি হবে।

এরই মধ্যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশনকে তদন্ত কমিশনের প্রধান হিসেবে নিয়োগের ঘোষণা করেছেন। উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন জানিয়েছেন, বিচারপতি ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন।

উল্লেখযোগ্য, এর আগেই বিজয়ের দলের সমাবেশ নিয়ে হাইকোর্ট সতর্ক করেছিল। গত অগস্টে জনসভা আয়োজনের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল টিভিকে। তখনই আদালত পদপিষ্ট হওয়ার আশঙ্কার কথা বলে সতর্ক করেছিল দলকে। বিজয়কে বিশেষভাবে অনুরোধ করতে বলা হয়েছিল যাতে প্রসূতি ও বিশেষভাবে সক্ষমরা সমাবেশে না আসেন। শান্তিপূর্ণ ও আইনানুগভাবে সভা আয়োজনের নির্দেশও দিয়েছিল আদালত।তবুও সেই সতর্কবার্তার পর এমন দুর্ঘটনা ঘটে যাওয়ায় স্বাভাবিকভাবেই বিতর্কের কেন্দ্রে বিজয় এবং তাঁর দল।

আরও পড়ুন – অবশেষে জালে স্বঘোষিত ধর্মগুরু স্বামী চৈতন্যানন্দ

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...