রিমা খাঁড়া গুপ্ত, অফিসার ইন চার্জ, টালিগঞ্জ মহিলা থানা
দুর্গাপুজোয় কলকাতায় শুধু বাংলার বিভিন্ন প্রান্তের মানুষই নন, বাংলার বাইরে থেকে এমনকী বিদেশ থেকেও অনেকে আসেন। ফলে উপচে পড়ে মহানগরের গলি থেকে রাজপথ। এই সময় ভিড় সামলানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে কলকাতা পুলিশের (Kolkata Police) কাছে। আর আমাদের নজরে সবথেকে বেশি গুরুত্ব পায় মহিলাদের নিরাপত্তা। সেদিকে বিশেষ নজর দেয় কলকাতা পুলিশ।

আমি যেহেতু টালিগঞ্জ মহিলা থানার অফিসার ইন চার্জ, সেই কারণে মহিলাদের নিরাপত্তার বিষয়ে আমরা বেশি করে গুরুত্ব দিই। বিভিন্ন জায়গায় টহলদারি চলে। মহিলা পুলিশের টিম থাকে। সেই বিশেষ টিমের নাম ‘উইনার্স’। তারা স্কুটিতে করে ছোট রাস্তাতেও টহল দিতে পারে। কোথাও মহিলাদের সঙ্গে কোনও অপ্রীতিকর পরিস্থিতি নজরে এলে তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা নিই। যদি অভিযোগ গুরুতর হয়, এফআইআর করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

আমাদের সবসময় নজর থাকে যেন সবাই ভালোভাবে কলকাতার দুর্গাপুজো উপভোগ করতে পারেন। সবাই যেন পুজোটা ভালোভাবে দেখতে পারেন সেদিকেই নজর থাকে কলকাতা পুলিশের (Kolkata Police)। আর তাতে অবশ্যই বিশেষ গুরুত্ব পায় মহিলা নিরাপত্তা।

–

–

–

–

–

–

–