উৎসবের মধ্যে গুরুগ্রামে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। ৯ নম্বর জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে গাড়ি (Car) উল্টে ৫ যাত্রীর মৃত্যুর খবর মিলেছে। গাড়ির ভিতরে থাকা ছজনের মধ্যে জীবিত যাত্রীর শারীরিক পরিস্থিতিও আশঙ্কাজনক। তাঁর চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার ভোর সাড়ে চারটা নাগাদ এই দুর্ঘটনাটি (Accident) ঘটে। প্রচণ্ড গতির জেরেই জাতীয় সড়কের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মেরেই গাড়িতে উল্টে যায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি দুমড়েমুচড়ে গিয়েছে। গাড়ির ভিতরে থাকা ৬ জনের মধ্যে ৫ জনেরই ঘটনাস্থলেই মৃত্যু হয়। সংজ্ঞাহীন অবস্থায় এক যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক পরিস্থিতি যথেষ্ট আশঙ্কাজনক।

গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর উত্তরপ্রদেশের বলে পুলিশ (Police) সূত্রে খবর। গাড়িটির মালিকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

–

–

–

–

–

–

–