সপ্তাহের শুরুতেই গোটা দেশে লাফিয়ে বাড়ল সোনা এবং রুপোর দাম। ১০ গ্রাম সোনার দাম এক লাফে দেড় হাজার টাকা বাড়ল, যা রেকর্ড বলে দাবি সোনা (gold) বিক্রেতাদের সংগঠনগুলির। দেশের মানুষকে জিএসটি ছাড়ের ঘোষণা করে দীপাবলির উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে উৎসবের মাঝেই লাফিয়ে সোনার দাম (gold price) বাড়ায় ফের একবার প্রশ্নের মুখে কেন্দ্রের অর্থনীতি।

সোমবার সপ্তাহের প্রথম দিন বড়সড় ধাক্কা সোনা ও রুপোর দামে। ৯৯.৯ শতাংশ বিশুদ্ধ ১০ গ্রাম সোনার দাম (gold price) দেড় হাজার টাকা বেড়ে দাঁড়ালো ১,১৯,৫০০ টাকায়। শনিবার বাজার বন্ধ হওয়ার সময় যে দাম ছিল ১,১৮,০০০ টাকা প্রতি ১০ গ্রামে।

সোনার সঙ্গে লাফিয়ে রেকর্ড ছুঁলো রুপোর দামও (silver price)। রাজধানীতে এক কিলোগ্রাম চাঁদির দাম একলাফে সাত হাজার টাকা বাড়ল। বর্তমান দাম ১,৫০,০০০ টাকা প্রতি কিলো।

আরও পড়ুন: আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, ঘটনায় নিহত ৩

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণেই ভারতে এই দামের বাড়বাড়ন্ত, বলে দাবি ব্যবসায়ীদের। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক সংক্রান্ত যে অস্থিরতা তৈরি হয়েছে তার জন্য মার্কিন শিল্পপতিরা সোনায় বিপুল বিনিয়োগ করছেন। যার জেরে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। আর তার প্রভাব ভারতের বাজারে। কিন্তু বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাব কেন রোখা গেল না দেশে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা।

–

–

–

–

–