শ্রেয়ার সুরেই বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠানে শ্রদ্ধায় স্মরণ প্রয়াত জুবিনকেও

Date:

Share post:

মহাষ্টমীতেই  মহিলা বিশ্বকাপের (ICC Women WC) বোধন হল শ্রেয়া ঘোষালের গানের সুরে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেয়ার কণ্ঠে শোনা গেল জন গণ মন। শাড়ি পড়েই সংগীত পরিবেশন করেন বঙ্গ কন্যা। এ বারের বিশ্বকাপের সঙ্গীত ‘ব্রিং ইট হোম’-ও গেয়েছেন শ্রেয়া।

থিম্যাটিক ভিজ্যুয়াল এবং মঞ্চের কার্যক্রমের সঙ্গে সঙ্গীতের মেলবন্ধন ঘটিয়ে শ্রেয়ার এই পরিবেশনা ভারতের মাটিতে ১২ বছর পর অনুষ্ঠিত মহিলা ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনকে স্মরণীয় করে রাখল।

মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেয়া গেয়ে শোনান মহিলা ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেম ‘ব্রিং ইট হোম’।  গত ১৯ সেপ্টেম্বর প্রয়াত অসমের বিখ্যাত গায়ক জুবিন গার্গকে স্মরণ করে ৪০ মিনিটের সংক্ষিপ্ত অথচ হৃদয়স্পর্শী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রেয়া ঘোষাল মঞ্চে একসঙ্গে গান করেন অসমের গায়ক পাপন (অংরাগ মহন্ত), জয় বারুয়া এবং শিলং চেম্বার কায়ারের সঙ্গে। তাঁদের সম্মিলিত পরিবেশনা গার্গের স্মৃতিকে শ্রদ্ধা জানায়।

আইপিএলের গত মরসুমের উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতার ইডেন গার্ডেন্সে গেয়েছিলেন শ্রেয়া।প্রথম বার বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে ভারতের। ম্যাচ শুরুর আগে হরমনপ্রীতদের সাজঘরে যান শ্রেয়া, সেখানেও রিচাদের গান শোনান। শ্রেয়ার গানে মুগ্ধ সকলে।

আরও পড়ুন :নাকভির নয়া শর্ত, এসিসির বৈঠকেই এশিয়া কাপ ট্রফি চাইবে বিসিসিআই

গুয়াহাটিতে মঙ্গলবার বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নেমেছে ভারত। প্রতিপক্ষ শ্রীলঙ্কা।আটটি দল অংশগ্রহণ করছে মহিলাদের এক দিনের বিশ্বকাপে। রাউন্ড রবিন লিগের পর প্রথম চারটি দল উঠবে সেমিফাইনালে। ফাইনাল হবে ২ নভেম্বর।

 

spot_img

Related articles

হাইকোর্টে স্বীকৃতি এসএসসির যুক্তি! চাকরিতে বহালদের ‘যোগ্য’ স্বীকৃতি 

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগ সংক্রান্ত মামলায় হাইকোর্ট মঙ্গলবার সরকারি পক্ষের যুক্তি মানল। আদালতে সরকারি আইনজীবী কল্যাণ...

দীর্ঘ পাঁচ মাস পর বাংলাদেশ থেকে দেশে ফিরলেন কাকদ্বীপের ৪৭ মৎস্যজীবী 

দীর্ঘ পাঁচ মাসের কারাবন্দির পর অবশেষে বুধবার দেশে ফিরলেন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ৪৭ জন মৎস্যজীবী। ফ্রেজারগঞ্জ উপকূল...

বনগাঁ পুরসভা: আস্থা ভোটের আগেই পদত্যাগ করলেন পুরপ্রধান গোপাল শেঠ

বনগাঁ পুরসভায় চেয়ারম্যান গোপাল শেঠ অবশেষে পদত্যাগ করেছেন। নভেম্বরের শুরুতে দলের নির্দেশে পদত্যাগের কথা বলা হলেও তিনি তা...

মানুষকে বল বানিয়ে ক্যাচ-ক্যাচ খেলতেন! মহাকাশের অভিজ্ঞতা শেয়ার করলেন শুভাংশু 

কলকাতায় ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সে শহরের স্কুল-কলেজের ছাত্রদের সামনে মহাকাশে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন ভারতের দ্বিতীয় নভোচারী...