Wednesday, December 10, 2025

সামান্য বৃষ্টিতেই ডবলইঞ্জিন সরকারের মথুরায় বুক সমান জল! বন্ধ গাড়িতে আটকে বৃদ্ধ

Date:

Share post:

কলকাতায় রেকর্ড বৃষ্টি হওয়ার ফলে জল দাঁড়িয়ে যায়। গত ৪০ বছরে এত কম সময়ের মধ্যে ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়নি। কলকাতা (Kolkata) পুরসভা এবং রাজ্য প্রশাসনের সহায়তায় একদিনের মধ্যে জল নেমে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও কলকাতায় জল জমা নিয়ে বিরোধীদলগুলি- রাম-বাম যথেষ্ট কটাক্ষ করে শাসকদল তথা রাজ্য সরকারকে। অথচ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ডবলইঞ্জিন সরকারের উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মথুরার (Mathura) একটি ভিডিও ভাইরাল হয়েছে। (ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’) সেখানে দেখা যাচ্ছে বুক সমান জলে একটি গাড়ি ভেসে যাচ্ছে। সেখানে এক বৃদ্ধ বন্ধ গাড়ি থেকে বেরোতে পারছেন না। শেষে কোনওক্রমে তাঁকে গাড়ি থেকে উদ্ধার করা হয়। এই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের কর্মী সমর্থকরা।

মনোজ এআইটিসির এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে লেখা হয়,
“না এটা কলকাতা নয়, বঙ্গবিজেপির তথাকথিত “সোনার উত্তরপ্রদেশ”! আর হ্যাঁ এখানে ৩০০ mm বৃষ্টিও হয়নি।
বিজেপির ডবল ইঞ্জিন ‘যোগী’ বলো নয়তো ‘ভোগী’ সরকারের মথুরার চিত্র। পুরো মথুরায় যেনো মা যমুনা এসে হাজির হয়েছেন। এবার ট্রোল করবে না @tjt4002, @keyakahe, @tathagata2??”

লোকসভা হোক বা বিধানসভা- নির্বাচন এলেই দিল্লির বিজেপির নেতাদের ঘনঘন বঙ্গ সফর শুরু হয়ে যায়। আর নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ, জে পি নাড্ডা-সহ বড়, মেজ, ছোট সব নেতা-নেত্রীদেরই একই বুলি- ক্ষমতায় এলে তারা ‘সোনার বাংলা’ গড়ে দেবেন। অথচ এতদিন ধরে যে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ক্ষমতায়, সেখানে এখনও ‘সোনার উত্তরপ্রদেশ’ গড়তে পারেনি বিজেপি- এই ছবিই তার প্রকৃত উদাহরণ। যেখানে কলকাতায় রেকর্ড বৃষ্টির জেরে জল জমার পরে দ্রুত জল নেমে যায়। শুধু তাই নয়, সেই সময় যাতে কেউ রাস্তায় বেরিয়ে বিপদে না পড়েন সেই কারণে প্রশাসনের সতর্ক দৃষ্টি থাকে। রাজ্যের তরফে সরকারি সব দফতর, স্কুল, কলেজ বন্ধ করে দেওয়া হয়। বেসরকারি সংস্থাগুলিকেও ছুটি দেওয়ার আবেদন জানান স্বয়ং মুখ্যমন্ত্রী। কলকাতার মেয়র নিজে কোমর সমান জলে দাঁড়িয়ে পুরো বিষয় তদারক করেন এবং শহরবাসীকে রাস্তায় না বেরোনোর পরামর্শ দেন। সেখানে সরকারি সচেতনতার অভাবে শুধু জল জমানাই নয়, নাগরিকদের চূড়ান্ত বিপদের সম্মুখীন হতে হচ্ছে। যারা নিজেদের ক্ষমতায় থাকা রাজ্য এখনও সোনার গড়তে পারল না, তারা অন্য জায়গায় ক্ষমতা দখল করে কী করবে? প্রশ্ন সব মহলের।

 

spot_img

Related articles

রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস স্মরণ, শ্রদ্ধা রোকেয়া মিনারে

বরেণ্য শিক্ষাব্রতী, নারীমুক্তির পথপ্রদর্শক ও সাহিত্যিকা রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস মঙ্গলবার সকাল ১০:৩০ টায় 'রোকেয়া মিনার'...

নচিকেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরেই স্টেন্ট বসানোর জরুরি অস্ত্রোপচার। আর সেই চিকিৎসাধীন নচিকেতা চক্রবর্তীকে দেখতে মঙ্গলবার...

জেডএসআই-এর বড় আবিষ্কার! মেঘালয়ে মিলল দুটি নতুন ‘সালটিসিডি’ মাকড়সা

মেঘালয়ের জীববৈচিত্র্যময় অরণ্যে সন্ধান মিলল দু’টি নতুন লাফানো মাকড়সার প্রজাতির। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জেডএসআই)-এর বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার...

প্রত্যাবর্তনের ম্যাচে দুরন্ত পারফরম্যান্স পাণ্ডিয়ার, টি২০-র শুরুতেই দাপুটে জয় ভারতের

একদিনের সিরিজ যেখানে শেষ করেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ সেখান থেকেই শুরু করল টিম ইন্ডিয়া(Team India)। কটকে...