দুর্গাপুজোর বিসর্জনে বড়সড় বিপর্যয় মধ্যপ্রদেশের (Madhyapradesh) খান্ডোয়া জেলায়। বিসর্জনের গ্রামবাসী বোঝাই ট্রাক্টর (tractor) উল্টে গিয়ে জলে পড়ে যান ১৪ জন। মৃত্যু হল তার মধ্যে ১১জনের।

খান্ডোয়া জেলার আরদালা গ্রামে স্থানীয় একাধিক গ্রামের বাসিন্দারা বিসর্জনের জন্য আসেন। পাদলাফাটা গ্রামের যাত্রী বোঝাই একটি ট্রাক্টর বিসর্জনের (immersion) জন্য অপেক্ষা করার সময় হঠাৎ উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: দুর্গোৎসবের দশমীতে কাঁদল প্রকৃতিও: উত্তরে ধসে বিপর্যয়

স্থানীয়দের দাবি, ট্রাক্টরটিতে ২০ থেকে ২৫ জন ছিল। বেশি লোক থাকায় কালভার্টের কাছে সেটি উল্টে যায়। দ্রুত উদ্ধার শুরু করা হয়। ১১ জনের দেহ উদ্ধার করা হয়। কয়েকজনের এখনও ডুবে থাকার আশঙ্কা রয়েছে।

–

–

–

–

–

–