লাদাখে বিক্ষোভের ঘটনায় ধৃত সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) বিস্তারিত পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত গবেষক – সমাজকর্মীর শারীরিক অবস্থা নিয়ে কোন আপডেট দেয়নি পুলিশ। এমনকি স্পষ্ট করা হয়নি গ্রেফতারির কারণও। এবার সুপ্রিম কোর্টের (Supreme court) দ্বারস্থ হলেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো (Gitanjali Angmo)। পাশাপাশি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় আইনমন্ত্রী এবং লাদাখের লেফটেন্যান্ট গভর্নরকে চিঠি লিখে স্বামীর গ্রেফতারিকে ‘বেআইনি’ দাবি করে অবিলম্বে তাঁর মুক্তির আর্জি জানিয়েছেন ওয়াংচুকের সহধর্মিনী।

গত ২৬ সেপ্টেম্বর ওয়াংচুককে গ্রেফতার করা হয়।তাঁর স্ত্রীর দাবি এক সপ্তাহ কেটে গেলেও বাস্তবের ‘র্যাঞ্চো’ কেমন আছেন সেই সম্পর্কে তাঁর পরিবারকে কোনও তথ্য দেয়নি পুলিশ। জনগণের স্বার্থকে সমর্থন করার জন্যই কি শাস্তি পেতে হচ্ছে সোনমকে, প্রশ্ন তুলেছেন গীতাঞ্জলি। দেশের শীর্ষ আদালতে হেবিয়াস কর্পাস আবেদন করার বিষয়টিও সমাজ মাধ্যমে প্রকাশ করেছেন তিনি।

–

–

–

–

–

–

–

–
–