Tuesday, November 18, 2025

ফের না জানিয়ে জল ছাড়ায় DVC-কে তীব্র আক্রমণ মমতার, বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করার ডাক

Date:

Share post:

রাজ্যজুড়ে লাগাতার বৃষ্টি তার মধ্যে বাঙালির দুর্গোৎসব সবে শেষ হল। এখনো বেশিরভাগ জায়গায় প্রতিমা নিরঞ্জন হয়নি। এই পরিস্থিতিতে রাজ্যকে না জানিয়ে অতিরিক্ত জল ছাড়ার জন্য DVC-র বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স হ্যান্ডেলে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “বিজয়া দশমী মানেই দুর্গাপুজোর সমাপ্তি- আনন্দ, উল্লাস এবং নতুন আশা। এরমধ্যে পশ্চিমবঙ্গের জনগণকে শান্তিতে উৎসব শেষ করতে দেওয়ার পরিবর্তে, DVC রাজ্যকে কোনও আগাম নোটিশ ছাড়াই ৬৫,০০০ কিউসেক জল ছেড়ে দিয়েছে। এই বেপরোয়া কাজটি আমাদের উৎসবগুলিতে দুর্দশা সৃষ্টির প্রচেষ্টার চেয়ে কম কিছু নয়।”

দামোদর ভ্যালি কর্পোরেশনকে আক্রমণ করে মুখ্যমন্ত্রীর সংযোজন, “এই ধরণের একতরফা পদক্ষেপ লজ্জাজনক এবং একেবারেই গ্রহণযোগ্য নয়। ডিভিসি না জানিয়ে জল ছেড়ে দিয়ে, বাংলার লক্ষ লক্ষ জীবনকে আচমকাই বিপদের মধ্যে ফেলেছে। এটি কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ডিভিসি দ্বারা সৃষ্ট একটি দুর্যোগ।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা,”আমি কাউকে বাংলার বিসর্জন করতে দেব না। আমাদের জনগণের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্র পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। সত্য মিথ্যার উপর জয়লাভ করবে এবং শুভ ইচ্ছা অশুভের উপর জয়লাভ করবে।
জয় মা দুর্গা!”

spot_img

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...