উত্তরবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ, দক্ষিণের সকালেও রোদ লুকিয়েছে কালো মেঘের আড়ালে। শনিবার বিকেল থেকে জেলায় জেলায় পুজো কার্নিভাল শুরু (Districts Puja Carnival)। তবে তার আগে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু বাংলা জুড়ে। আলিপুরদুয়ারে সকাল থেকে ভারী বর্ষণে (Rain in Alipurduar)চিন্তিত পুজো উদ্যোক্তারা। বিকেলের পরিবর্তে দুপুর থেকেই কার্নিভাল শুরুর পরিকল্পনা। দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদে ভারী বর্ষণের সর্তকতা জারি হাওয়া অফিসের (Weather Department)।

রবিবার মহানগরীতে পুজো কার্নিভালের মাধ্যমে এ বছরের উৎসবের সমাপ্তি ঘটবে। তার আগে আজ শনিবার জেলায় জেলায় শোভাযাত্রা সহকারে দুর্গা প্রতিমা নিরঞ্জনের আয়োজন করা হয়েছে। কিন্তু বৃষ্টি অসুর যেভাবে চোখ রাঙাচ্ছে তাতে চিন্তা বাড়ছে প্রশাসনের। এদিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দুপুর থেকে সন্ধ্যার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে দুর্যোগ বাড়বে উত্তরে। দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির সর্বত্র প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে।

–

–

–

–

–

–

–

–
–