সুপারস্টার নয়: কুণালের সুরে দেবকে খোঁচা ব্রাত্যর 

Date:

Share post:

পুজোয় মুক্তি পাওয়া দেবের ছবি রঘু ডাকাতকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে টলিউডে তুমুল বিতর্ক। অভিযোগ, প্রভাব খাটিয়ে বেশি শো নিয়ে পুজোয় মুক্তি প্রাপ্ত বাকি তিনটি বাংলা ছবিকে কোণঠাসা করার চেষ্টা করে রঘু। এই নিয়ে একের পর এক উদাহরণ তুলে দেবকে নিশানা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। একেবারে উদাহরণ দিয়ে দেবপন্থী প্রযোজক রানা সরকারকে জবাবও দিয়েছেন তিনি। এবার কুণালের পাশে দাঁড়িয়ে দেবকে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী তথা অভিনেতা-পরিচালক ব্রাত্য বসু। তিনি সাফ জানালেন, দেব কোনও সুপারস্টার নয়।

সম্প্রতি সংবাদমাধ্যমে শিক্ষামন্ত্রী ব্রাত্যের বক্তব্য, “দেব ভাল অভিনেতা। খুব ভাল অভিনেতা। কিন্তু সুপারস্টার বলার জায়গায় তিনি নেই। সুপারস্টার হলে কখনও অন্যের অধীনে রাজনীতি করতেন না, নিজে দল গড়তেন। রাজনৈতিক প্রেক্ষিতে বলতে গেলে, বাংলায় একমাত্র সুপারস্টার মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টার।”

শিক্ষামন্ত্রী আরও বলেন, “কুণাল সিনেমা নিয়ে তার মতামত দিয়েছে। একটা জায়গায় কুণালের বক্তব্য ঠিকও। বাংলা সিনেমা করতে গিয়ে বিজেপি-ঘনিষ্ঠদের নেওয়া হলে, তাতে কুণালের আপত্তি থাকতেই পারে। কারণ ও রাজনৈতিক ভাবে স্পষ্ট অবস্থান নেয়। তবে এসব আসলে দলীয় অভ্যন্তরীণ ব্যাপার। সিনেমাকে কেন্দ্র করে এই ধরনের তর্ক-বিতর্ক না হলেই ভাল।”

প্রসঙ্গত, পুজোর আগে প্রেক্ষাগৃহে ছবি মুক্তির স্লট নিয়ে কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন— সব ছবিকেই সমান গুরুত্ব দেওয়া হোক। তাঁর অভিযোগ, দেবের ছবিকে বেশি শো দেওয়া হয়েছে। এই মন্তব্যেই উত্তাল হয় সোশ্যাল মিডিয়া। পালটা জবাব দেন দেব ও রানা সরকার। সেখান থেকেই রাজনীতির ময়দানেও ছড়িয়ে পড়ে বিতর্ক।

আরও পড়ুন – বিতর্কের আবহেই ফের ভারত-পাক, একনজরে হরমনপ্রীতদের শক্তি-দুর্বলতা

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

গরিব দেশের রাজার গল্প: প্রতিবছর বিয়ে, এলাহি জীবনযাপন করেন ‘দ্য লায়ন’

আফ্রিকা মহাদেশের ইসোয়াতিনির (আগে নাম ছিল সোয়াজিল্যান্ড) রাজা। রাজাদের আফ্রিকা মহাদেশের এই দেশে 'দ্য লায়ন' বলে আখ্যা দেওয়া...

‘অসম্ভব কিশোর’, উৎপল সিনহার কলম

এ পৃথিবী একবার পায় তারে , পায়নাকো আর... কার কথা ভেবে এমন অসামান্য পংক্তি লিখে গেছেন জীবনানন্দ? গূঢ় এ আলোচনা...

এশিয়ার সবথেকে ধনী গ্রাম ভারতেই! সম্পত্তির পরিমাণ জানলে চমকে উঠবেন 

গোটা এশিয়ার মধ্যে সবথেকে ধনী গ্রাম (Asia's richest village)রয়েছে ভারতবর্ষের বুকেই। যেখানে জনসংখ্যা মাত্র ৩২ হাজার অথচ সম্পত্তির...

রোম যখন পুড়ছিল, উৎপল সিনহার কলম 

" Nero fiddles while Rome burns "নীরো বাঁশি বাজাচ্ছিলেন রোম যখন পুড়ছিল । বাঁশি বাজাচ্ছিলেন নাকি বেহালা ? কী...