টেস্টের পর একদিনের নেতা হয়েছেন শুভমান গিল। ভবিষ্যতে তিন ফর্ম্যাটেই ক্যাপ্টেন হিসেবে দেখা হচ্ছে শুভমান গিলকে। টেস্ট নেতৃত্ব আগেই পেয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ দিয়েই ওয়ান ডে ক্যাপ্টেন হিসেবে শুভমান গিলের যাত্রা শুরু হচ্ছে। একদিনের দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েই নিজের লক্ষ্য স্থির করে ফেলেছেন গিল।

অধিনায়ক হয়ে ২০২৭ সালের একদিনের বিশ্বকাপকেই (ICC ODI World Cup) পাখির চোখ করছেন গিল। কিন্তু বিশ্বকাপের আগে যে কঠিন পরীক্ষা রয়েছে গিলের সামনে। অস্ট্রেলিয়া সিরিজের পর থাকবে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচ। অস্ট্রেলিয়ার পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ আছে। ২০২৬ সালে ঘরে বাইরে প্রায় ২০টি একদিনের ম্যাচ আছে। এই ম্যাচগুলিও অধিনায়ক গিলের কাছে কঠিন পরীক্ষা।

বিসিসিআইয়ের প্রকাশিত ভিডিও বার্তায় গিল বলেছেন, “বিশ্বকাপের আগে সম্ভবত ২০টা একদিনের ম্যাচ পাবো। আর অবশ্যই সবচেয়ে বড় লক্ষ্য, দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ।একদিনের বিশ্বকাপের আগে একটা দারুণ মরশুম কাটাতে চাই। আশা করি দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে পুরোপুরি তৈরি থাকব এবং বিশ্বকাপটা জিতব। এই দলের প্রত্যেকটা প্লেয়ার তার জন্য সেরাটা দেবে। আমরা বিশ্বকাপের আগে প্রতিটা ম্যাচে সেরাটা দেব এবং আশা করি বিশ্বকাপও জিতব।”

একদিনের ক্রিকেটে নেতৃত্বদান সম্পর্কে গিল আরও বলেন, “এক দিনের ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়াটা একদিকে যেমন দায়িত্ব তেমনই আমার কাছে সবচেয়ে বড় সম্মানের। এই ফরম্যাটে আমাদের দল খুবই ভাল খেলেছে। আমার কাছে এটা গর্বের ব্যাপার। আশা করি দারুণ কিছু করে দেখাতে পারব।”

–

–

–

–
