পর্যটকদের ফেরাতে তৎপর প্রশাসন! শিলিগুড়ি থেকে চালু স্পেশাল বাস

Date:

Share post:

বৃষ্টি ও ধসের ফলে বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ। এখনও পর্যন্ত প্রায় ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং-সহ পাহাড়ি এলাকায় সমস্ত পর্যটকদের হোটেলে থাকার নির্দেশ দিয়েছেন। তবে পাহাড় থেকে পর্যটকদের ফিরিয়ে আনার জন্যে রাজ্য প্রশাসন ব্যবস্থা করবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (NBSTC) রবিবার বিশেষ বাস (Bus) সার্ভিস চালু করেছে।

রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই দুর্যোগ প্রসঙ্গে জানিয়েছেন, দার্জিলিং থেকে পর্যটকদের জন্য স্পেশাল বাস সার্ভিস চালু করা হয়েছে। ইতিমধ্যেই তিনটি বাস (Bus) ফুল বুকড হয়ে গিয়েছে। সকলকে নির্দিষ্ট গন্তব্যস্থলে ফেরানো হচ্ছে। রাতেও স্পেশাল বাস সার্ভিস থাকবে। রবিবার শিলিগুড়ি থেকে কলকাতা রুটে মোট তিনটি স্পেশাল বাস চালানো হবে। তেনজিং নোরগে বাস টার্মিনাস একটি বাস ছাড়ছে সাড়ে পাঁচটা নাগাদ। অনলাইনের মাধ্যমে এই বাসের টিকিট বুকিং করার ব্যবস্থা থাকছে। বিকেলে ছটা এবং সন্ধ্যা ৭টায় পরবর্তী দু’টি বাস ছাড়বে। কাউন্টার থেকেও টিকিট বুক করা যাবে। রাতের দিকেও পর্যটকরা শিলিগুড়িতে এসে পৌঁছলে তাঁদের জন্যেও রাতে স্পেশাল বাসের সংখ্যা বাড়ানো হবে।

প্রসঙ্গত, শনিবার রাতে বালাসন নদীর উপর দুধিয়ার লোহার সেতুর একাংশ ভেঙে পড়ে শিলিগুড়ি এবং মিরিকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ১০ নম্বর জাতীয় সড়কেও ধস নেমেছিল। রবিবার দুপুরের মধ্যেই বেশ কিছু অংশ মেরামত করা হয়েছে। আপাতত পাঙ্খাবাড়ি রোডটি দিয়ে পর্যটকদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই দার্জিলিঙে আটকে থাকা পর্যটকদের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য পুলিশ ও শিলিগুড়ি পুরসভা। হেল্পলাইন নম্বর হল ৭৫৫৭০৩৫১৯৪ (শিলিগুড়ি পুরসভা), ৯১৪৭৮৮১৯০৭৮ (রাজ্য পুলিশ)।

spot_img

Related articles

রেকর্ড তৃণমূলের! একদিনে ১০০ বিজয়া সমিলনী!

একদিকে উত্তরের বন্যা ও দুর্যোগবিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি। অন্যদিকে, রাজ্যজুড়ে ব্লকে-ব্লকে বিজয়া সম্মিলনী কর্মসূচি পালন। ৫ অক্টোবর থেকে...

উত্তরে দুর্যোগ, প্রশাসনের কাজের প্রশংসায় মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের বিপর্যয়ে সুপারহিরোর ভূমিকা নিয়েছে প্রশাসন। পুলিশ থেকে শুরু করে প্রশাসনের কর্তাব্যক্তিরা ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধারকার্যে। মুখ্যমন্ত্রীর পরদিনই ছুটে...

বর্ধমান স্টেশনে ফের পদপিষ্টের ঘটনা, আহত ৭ 

বর্ধমান স্টেশন ফের সাক্ষী রইল পদপিষ্টের মর্মান্তিক ঘটনার। রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ স্টেশনের ৪ ও ৫ নম্বর...

আলিপুরদুয়ারে নিজে হাতে ত্রাণ দিলেন মুখ্যমন্ত্রী: সংবর্ধিত সাহসীরা

প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গে রবিবার ফের পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একদিকে পরিস্থিতি সম্পর্কে প্রশাসনিক আধিকারিকদের...