Sunday, December 7, 2025

যোগী রাজ্যের হোটেলের খাবারে অসুস্থ অজি ক্রিকেটাররা? জবাব দিল বিসিসিআই

Date:

Share post:

দেশের মাটিতে যেমন চলছে একদিনের বিশ্বকাপ তেমনই হচ্ছে  ভারত ‘এ’ বনাম অস্ট্রেলিয়া ‘এ’ দলের একদিনের  সিরিজ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কানপুরে অস্ট্রেলিয়া ‘এ’ দলের চার ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েছেন। খাদ্যে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে বলেই প্রাথমিকভাবে অনুমান।

যোগী আদিত্যনাথের রাজ্যে  এই ঘটনার পর, অস্ট্রেলিয়া ‘এ’-এর ম্যানেজমেন্ট অবিলম্বে সব খেলোয়াড় ও কর্মীদের জন্য খাদ্য এবং জল পানের অতিরিক্ত সতর্কতা নিতে বলা হয়েছে। অস্ট্রেলিয়ান দলের আরও তিনজন সদস্যও পেটের হালকা সমস্যার কথা জানিয়েছিলেন। অসুস্থ হয়ে পড়ায় চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে তিনজনকে ছেড়ে দেওয়া হলেও একজনকে ভর্তি রাখা হয়েছে। বোলার হেনরি থরন্টন অবস্থার অবনতি হওয়ায় তাকে কানপুরের রিজেন্সি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল খাবারের মান নিয়ে অভিযোগ মানতে নারাজ। তাঁর যুক্তি, “যদি খাবার নিয়েই সমস্যা হত তা হল ভারতীয়-সহ সব ক্রিকেটারই অসুস্থ হয়ে পড়ত। কানপুরের অন্যতম সেরা হোটেল থেকে সকলকে খাবার দেওয়া হচ্ছে। সেই হোটেলের খাবার খুবই ভালো এবং সকলে একই খাবার খাচ্ছেন। যে হেতু কয়েকজনই অসুস্থ হয়ে পড়েছে, তাই আমাদের ধারণা ওরা অন্য জায়গা থেকে সংক্রামিত হয়েছে। আমরা বিষয়টা দেখছি।”

জানা গিয়েছে, কানপুরে আসার আগেই থরন্টন পেটে হালকা অস্বস্তি ছিল। টিম হোটেলের খাবার খাওয়ার পর তিনি তীব্র গ্যাস্ট্রোইনটেস্টাইনাল উপসর্গে আক্রান্ত হন। স্থানীয় ম্যানেজমেন্ট তার দিকে ওপর নজর রেখেছিল, কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ায় তাকে সিনিয়র ডাক্তারদের অধীনে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি দুই দিন ভর্তি ছিলেন।

আরও পড়ুন: একপেশে ম্যাচ, প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ফের পাকিস্তানকে কটাক্ষ সূর্যকুমারের

চলতি মাসেই অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল, সেখানে তিনটি করে একদিনের ও টি২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

 

spot_img

Related articles

সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড গোয়ার নৈশক্লাবে! মৃত অন্তত ২৫ আহত ৫০

শনির রাতে গোয়ার বাগা সমুদ্রসৈকতের কাছে আরপোরায় জনপ্রিয় নৈশক্লাব বির্চে ভয়াবহ অগ্নিকাণ্ড (fire erupts at a nightclub in...

অশিক্ষিত ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’! ধারাবাহিকে বানান ভুল করতেই ট্রোলের মুখে স্বস্তিকা

স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন সিরিয়াল 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'। প্রথম দিন থেকেই কার্যত ছক্কা হাঁকাতে...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে লোকগ্রাম মুখরিত, শুরু লোকসংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব

রাজ্যের লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতিকে আরও উজ্জ্বল করে তোলার লক্ষ্যে লোকগ্রামে শুরু হল লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের...

‘পুরুষের গর্ভে’, উৎপল সিনহার কলম

টেনিদা যখন গড়গড়ির নলটা মুখে পুরে বসে আছে , আর সিন্ধুঘোটক যেন ' অর্ডার অর্ডার ' বলে চেঁচাচ্ছে...