দুর্যোগ এভারেস্টেও! ভয়াবহ তুষারঝড়ে আটকে হাজারখানেক অভিযাত্রী

Date:

Share post:

প্রবল বৃষ্টি এবং বন্যায় বিপর্যস্ত উত্তরবঙ্গ। জোর কদমে চলছে উদ্ধারকাজ। নেপালেও ভারী বৃষ্টি ও বন্যা  হয়েছে, দুর্যোগ মাউন্ট এভারেস্টেও। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে তুষারঝড়। যার জেরে তিব্বত সংলগ্ন এলাকায় আটকে পড়লেন হাজারখানেক অভিযাত্রী। গত ৪৮ ঘণ্টা ধরে উদ্ধারকার্য চলছে।

প্রতি বছর সেপ্টেম্বর মাসে এভারেস্ট যাত্রা শুরু হয়। তিব্বতে এভারেস্টের পূর্ব দিকের ঢালটি অভিযাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। গত শুক্রবার সন্ধ্যায় সেখানে ভারী তুষারপাত শুরু হয় এবং ক্রমেই তা বাড়তে থাকে।  এর ফলে চরম সমস্যার মুখে পড়েন অভিযাত্রীরা। তারা আটকে পড়েন। আচমকা প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ৪,২০০ মিটার (১৩,৮০০ ফুট) উচ্চতায় অবস্থিত এই উপত্যকায় আটকে পড়েন সকলেই। রবিবার পরিস্থিতির খানিক উন্নতি হওয়ায় উদ্ধারকাজ শুরু হয়।

সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুসারে, আরও ২০০ পর্যটকে সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। উদ্ধারকারী দলের পাশাপাশি স্থানীয় গ্রামগুলির বাসিন্দারাও অভিযাত্রী ও  পর্যটকদের নিরাপদ স্থানে সরাতে সাহায্য করছেন। এভারেস্টের তুষারঝড়ে ১০০০ ট্রেকার আটকে পড়েন।

চিনে টানা আট দিন ছুটি থাকায় সে সময় কাংশুঙের কর্মা উপত্যকায় ছিল হাজার হাজার পর্যটক ও অভিযাত্রীর ভিড়। প্রচণ্ড তুষারঝড়ের কারণে ক্যাম্পের তাঁবুগুলো ভেঙে পড়েছে এবং কয়েকজন পর্বতারোহী এর মধ্যেই হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়েছেন।

প্রতিবেশী দেশ নেপালেও ভারী বৃষ্টিপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু মানুষের প্রাণহানি ঘটেছে।ফলে উদ্ধার কাজ আরও কঠিন হয়েছে। চাপ পড়েছে তিব্বতের উপর।

আরও পড়ুন :পাকিস্তানকে হারিয়ে হরমনপ্রীতের মুখে দেশের কথা, দীপ্তিকে পদক দিলেন রিচা

তুষারঝড়ের কারণে পর্যটকদের সুরক্ষার স্বার্থে স্থানীয় টিংরি কাউন্টি ট্যুরিজম কোম্পানি শনিবার রাত থেকে এভারেস্ট সিনিক এরিয়াতে টিকিট বিক্রি ও প্রবেশ সম্পূর্ণভাবে স্থগিত ঘোষণা করেছে।

 

spot_img

Related articles

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

৫৮ পাক সেনা খতম: পাক-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে দাবি তালিবানদের

দীর্ঘ কয়েক দশক ধরে বিনা প্ররোচনায় আফগানিস্তানের নাগরিকদের উপর হামলা চালিয়ে চলেছে পাকিস্তানের সামরিক শক্তি। সর্বশেষ শুক্রবারের কাবুলে...

সাংবাদিক বৈঠকে মহিলা প্রবেশ নিষেধাজ্ঞা: চাপে পড়ে সাফাই আফগান মন্ত্রীর

ভারতের (India) মাটিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে একজনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে বিতর্ক তুঙ্গে। এর জেরে...