উত্তরের দুর্যোগে সাহায্যের হাত টলিউডের, ভবিষ্যতেও দুর্গতদের পাশে থাকার আশ্বাস

Date:

Share post:

উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত জনজীবন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তাঁদের লড়াইকে কুর্নিশ জানিয়ে দুর্গতদের পাশে দাঁড়ালো বাংলা বিনোদন জগত। দুর্গাপুজো কার্নিভালে (Durga Puja Carnival 2025) উপস্থিত থাকার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee)। সেই বুম্বাদা-ই সবার আগে এগিয়ে এসে পাহাড়ের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য গোটা ইন্ডাস্ট্রিকে একত্র করলেন, পাশে রইলেন দেব (Dev)। নিজেদের সাধ্যমত সাহায্যের হাত বাড়ালেন টলিউডের প্রযোজক-পরিচালক -অভিনেতা- অভিনেত্রীরা। বুধেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রায় ২০ লক্ষ টাকা তুলে দেওয়া হবে বলে জানা গেছে।

মঙ্গলবার প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) সমাজমাধ্যমে একটি পোস্ট করেন, যেখানে শিরোনাম— ‘উত্তরবঙ্গের মানুষের পাশে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি’। সেই সঙ্গে লেখা, “আমরা উত্তরবঙ্গের তীব্র কান্না অনুভব করতে পারি। এই সময়ে আমরা, হাতে হাত ধরে আপনাদের যুদ্ধের অংশীদার হওয়ার তাগিদ অনুভব করেছি। কারণ উত্তরবঙ্গের মানুষদের ছা়ড়া আমাদের সিনেমা, আমাদের অস্তিত্ব অসম্পূর্ণ।” শেষে লেখা হয়েছে ‘সিনেমায় শুধু বিনোদন দিতে পারে এমন তো নয়, সিনেমা ভরসাও দিতে পারে।’ সেই সঙ্গে টলিউডের এই সাহায্যের যে উদ্যোগ, তাতে কোনও সহৃদয় ব্যক্তি যদি যুক্ত হতে চান তার জন্য একটি ইমেইল আইডিও লেখা রয়েছে। এই পোস্টারের সঙ্গে ক্যাপশনে টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ ম্যান লেখেন, “এই লড়াইয়ের দিনে আমরা উত্তরবঙ্গেই আমাদের মন পড়ে আছে। আমার ভৌগোলিক ভাবে অনেক দূরে থাকতে পারি, কিন্তু মনের দিক থেকে আমরা সবসময় আপনাদের পাশে আছি। আপনাদের সাহসই আমাদের শক্তি।”

একই পোস্টার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকেও পোস্ট করতে দেখা যায়।

মঙ্গলবার ‘দেবী চৌধুরানী’র বিশেষ প্রদর্শনে উপস্থিত হয়েছিল গোটা ইন্ডাস্ট্রি সেখানেই এই সংক্রান্ত বক্তব্য তুলে ধরেন প্রসেনজিৎ ও দেব। সঙ্গে ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। বড় পর্দার ‘ভবানী পাঠক’ বলেন, বিনোদন জগতের মানুষেরা ইচ্ছে থাকলেও সব সময় রাস্তায় নামতে পারেন না। নানা কাজের ব্যস্ততার মাঝেও মর্মান্তিক ঘটনাতে তাঁরাও সাধারণ মানুষের মতনই দুঃখ কষ্ট পান। খুব কম সময়ের মধ্যে একটা সামান্য প্রতিষ্ঠা করা হয়েছে যাতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো যায়। আগামীতে পাশে থাকার ব্যাপারেও আশ্বাস দিয়েছেন তিনি। দেব (Dev) ফ্যান ক্লাবের তরফেও ত্রাণ বিতরণের ছবি ও ভিডিও পোস্ট করেছেন ‘রঘু ডাকাত’ অভিনেতা নিজেই। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের জন্য নয়, অসহায় মানুষদের পাশে দাঁড়াতেই টলিউডের সব শিল্পীরা এই উদ্যোগ নিয়েছেন।

spot_img

Related articles

সাংবাদিক বৈঠকে মহিলা প্রবেশ নিষেধাজ্ঞা: চাপে পড়ে সাফাই আফগান মন্ত্রীর

ভারতের (India) মাটিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে একজনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে বিতর্ক তুঙ্গে। এর জেরে...

অপারেশন ব্লু-স্টারের ভুলে শুধু ইন্দিরা গান্ধী দায়ী নন: চিদাম্বরমের বক্তব্যে বিতর্ক

খালিস্তানি জঙ্গিদের দমন করতে ১৯৮৪ সালে যে অপারেশন ব্লুস্টার সংঘটিত করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারত সরকার,...

আরসিবির সঙ্গে চুক্তিতে অনীহা, আইপিএল থেকেও অবসর নেবেন কোহলি!

টেস্ট, টি২০ আন্তজার্তিক থেকে অবসর নিয়েছেন। ওডিআইতে অস্ট্রেলিয়াই শেষ সফর কিনা বিরাটের(Virat Kohli) তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।...

ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা, রাহুলের কর্মকাণ্ডে তীব্র বিভ্রান্তি

দিল্লি টেস্টে হার বাঁচানোর লড়াই ওয়েস্ট ইন্ডিজের সামনে। তৃতীয় দিনের শুরু থেকেই  ভারতীয় বোলারদের আক্রমণে নাজেহাল ক্যারিবিয়ানরা। ইনিংস...