উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত জনজীবন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তাঁদের লড়াইকে কুর্নিশ জানিয়ে দুর্গতদের পাশে দাঁড়ালো বাংলা বিনোদন জগত। দুর্গাপুজো কার্নিভালে (Durga Puja Carnival 2025) উপস্থিত থাকার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee)। সেই বুম্বাদা-ই সবার আগে এগিয়ে এসে পাহাড়ের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য গোটা ইন্ডাস্ট্রিকে একত্র করলেন, পাশে রইলেন দেব (Dev)। নিজেদের সাধ্যমত সাহায্যের হাত বাড়ালেন টলিউডের প্রযোজক-পরিচালক -অভিনেতা- অভিনেত্রীরা। বুধেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রায় ২০ লক্ষ টাকা তুলে দেওয়া হবে বলে জানা গেছে।

মঙ্গলবার প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) সমাজমাধ্যমে একটি পোস্ট করেন, যেখানে শিরোনাম— ‘উত্তরবঙ্গের মানুষের পাশে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি’। সেই সঙ্গে লেখা, “আমরা উত্তরবঙ্গের তীব্র কান্না অনুভব করতে পারি। এই সময়ে আমরা, হাতে হাত ধরে আপনাদের যুদ্ধের অংশীদার হওয়ার তাগিদ অনুভব করেছি। কারণ উত্তরবঙ্গের মানুষদের ছা়ড়া আমাদের সিনেমা, আমাদের অস্তিত্ব অসম্পূর্ণ।” শেষে লেখা হয়েছে ‘সিনেমায় শুধু বিনোদন দিতে পারে এমন তো নয়, সিনেমা ভরসাও দিতে পারে।’ সেই সঙ্গে টলিউডের এই সাহায্যের যে উদ্যোগ, তাতে কোনও সহৃদয় ব্যক্তি যদি যুক্ত হতে চান তার জন্য একটি ইমেইল আইডিও লেখা রয়েছে। এই পোস্টারের সঙ্গে ক্যাপশনে টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ ম্যান লেখেন, “এই লড়াইয়ের দিনে আমরা উত্তরবঙ্গেই আমাদের মন পড়ে আছে। আমার ভৌগোলিক ভাবে অনেক দূরে থাকতে পারি, কিন্তু মনের দিক থেকে আমরা সবসময় আপনাদের পাশে আছি। আপনাদের সাহসই আমাদের শক্তি।”

একই পোস্টার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকেও পোস্ট করতে দেখা যায়।

মঙ্গলবার ‘দেবী চৌধুরানী’র বিশেষ প্রদর্শনে উপস্থিত হয়েছিল গোটা ইন্ডাস্ট্রি সেখানেই এই সংক্রান্ত বক্তব্য তুলে ধরেন প্রসেনজিৎ ও দেব। সঙ্গে ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। বড় পর্দার ‘ভবানী পাঠক’ বলেন, বিনোদন জগতের মানুষেরা ইচ্ছে থাকলেও সব সময় রাস্তায় নামতে পারেন না। নানা কাজের ব্যস্ততার মাঝেও মর্মান্তিক ঘটনাতে তাঁরাও সাধারণ মানুষের মতনই দুঃখ কষ্ট পান। খুব কম সময়ের মধ্যে একটা সামান্য প্রতিষ্ঠা করা হয়েছে যাতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো যায়। আগামীতে পাশে থাকার ব্যাপারেও আশ্বাস দিয়েছেন তিনি। দেব (Dev) ফ্যান ক্লাবের তরফেও ত্রাণ বিতরণের ছবি ও ভিডিও পোস্ট করেছেন ‘রঘু ডাকাত’ অভিনেতা নিজেই। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের জন্য নয়, অসহায় মানুষদের পাশে দাঁড়াতেই টলিউডের সব শিল্পীরা এই উদ্যোগ নিয়েছেন।
