রঞ্জি ট্রফির (Ranji Trophy) প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত হল বাংলা দল (Bengal Team)। চলতি মরশুমে রঞ্জিতে বাংলা দলকে নেতৃত্ব দেবেন অভিমন্যু ঈশ্বরণ। তাঁর ডেপুটি করা হয়েছে অভিষেক পোড়েলকে। বুধবার উত্তরাখণ্ড ও গুজরাট ম্যাচের জন্য দল ঘোষণা করা হল।

তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে দল বেছে নেওয়া হয়েছে। বাংলার হয়ে খেলবেন মহম্মদ শামি এবং দলে রাখা হয়েছে আকাশ দীপকে। ফলে ঘরের মাঠে প্রথম দুই ম্যাচে শক্তি অনেকটাই বাড়বে বাংলার। অভিজ্ঞ সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুদমারও দলে আছেন। কয়েক মরশুম পর বাংলা দলে সুযোগ পেয়েছেন কাজী জুনেদ সইফি।

নতুনদের মধ্যে সুযোগ পেয়েছেন রাহুল কুমার, সৌরভ প্রসাদ , বিশাল ভাটি। বর্তমানে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলন করছে বাংলা দল। মঙ্গলবার সৌরভ গিয়ে ভোকাল টনিকও দেন বাংলার ক্রিকেটারদের।

আরও পড়ুন:শিল্ডের বোধনে শ্রীনিধির বিরুদ্ধে সহজ জয়, পরীক্ষা সেরে নিলেন অস্কার

ঘোষিত বাংলা দলঃ অভিমন্যু ঈশ্বরণ, অভিষেক পোড়েল, সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, সুমন্ত্র গুপ্ত, সৌরভ কুমার সিং, বিশাল ভাটি, মহম্মদ শামি, আকাশ দীপ, সূরজ সিন্ধু জয়সওয়াল,হাবিব গান্ধী, কাজি জুনেদ সইফি, রাহুল প্রসাদ, সুমিত মোহান্ত, বিকাশ সিং।

–

–

–

–

–