রেশম শিল্পেও লাগছে প্রযুক্তি ছোঁয়া, গুণমানে উন্নতি থেকে উৎপাদন বৃদ্ধিতে নয়া উদ্যোগ রাজ্যের

Date:

Share post:

মালদহের (Maldha) কালিয়াচকে অবস্থিত   রেশম গুটি বাজারের পরিকাঠামো আরও উন্নত করার উদ্যোগ নিল রাজ্য সরকার( Govt of WB) ।  নতুন অত্যধুনিক একটি সংরক্ষণাগার নির্মাণের পাশাপাশি ওই জেলায় পরীক্ষামূলকভাবে নিয়ন্ত্রিত পরিবেশে উন্নত মানের রেশম কীট পালনের প্রকল্প শুরু হবে। রাজ্য ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প   এবং বস্ত্র দফতর সম্প্রতি কৃষি দফতরের সঙ্গে যৌথভাবে এই  উদ্যোগ নিয়েছে।

রাজ্যের হ্যান্ডলুম শিল্পে ব্যবহৃত রেশম সুতোর মান গুণগতভাবে উন্নিত করতে এবং তামিলনাড়ু, কর্ণাটক, জম্মু-কাশ্মীর ও বিহার থেকে সুতো আমদানি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষি দফতরের  অধীনে থাকা মালদহের রেশম চাষ খামারে রেশম কীট পালনের এই পাইলট প্রকল্পটি শুরু হবে  । যদি তা সফল হলে সমগ্র মালদার পাশাপাশি , মুর্শিদাবাদ, বিষ্ণুপুর এবং আলিপুরদুয়ারেও  একই ধরণের উদ্যোগ নেওয়া হবে।

রাজ্য বস্ত্র দপ্তর ও রেশমচাষ দপ্তরের যৌথ একটি দল ইতিমধ্যেই মালদহে গিয়ে জেলা শাসকের সভাপতিত্বে এই বিষয়ে বৈঠক করেছে। সেখানে প্রকল্প তদারকির জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়।

বর্তমানে রাজ্যে প্রচলিত থাই রিলিং প্রক্রিয়া হাতে চালিত হওয়ায় উৎপাদিত রেশম সুতোর মান আন্তর্জাতিক মানে পৌঁছয় না। রাজ্যের আর্দ্র আবহাওয়াও রেশম কীট পালনের ক্ষেত্রে অন্যতম সমস্যা। রেশম কীট সাধারণত নাতিশীতোষ্ণ অঞ্চলের প্রজাতি। ফলে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় তাদের সফলভাবে পালনের জন্য বিশেষ পরিবেশ ও শর্ত মানা জরুরি।

এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের ঐতিহ্যবাহী, হাতে চালিত রেশম উৎপাদন পদ্ধতি থেকে ধীরে ধীরে আধুনিক, শক্তিশালী গুটি উৎপাদনে রূপান্তর ঘটানো, যাতে হ্যান্ডলুম শিল্পের গুণমান বাড়ে, বুননশিল্পীদের আয় বৃদ্ধি পায় এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।

আরও পড়ুন:উত্তরে বিপর্যয় মোকাবিলায় সাহসিকতাকে স্বীকৃতি মুখ্যমন্ত্রীর, রাজ্যের তরফে বিশেষ পুরস্কার, সোমে ফের পাহাড়ে

রেশমচাষ অধিদপ্তর, বস্ত্র দপ্তর এবং তাম্রলিপ্ত স্পিনিং মিলের আধিকারিকদের এই প্রকল্প এগিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। তাম্রলিপ্ত স্পিনিং মিল মালদহের সিল্ক পার্কে দুটি নতুন রিলিং ইউনিট স্থাপন করবে।

 

spot_img

Related articles

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

রেকর্ড তৃণমূলের! একদিনে ১০০ বিজয়া সমিলনী!

একদিকে উত্তরের বন্যা ও দুর্যোগবিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি। অন্যদিকে, রাজ্যজুড়ে ব্লকে-ব্লকে বিজয়া সম্মিলনী কর্মসূচি পালন। ৫ অক্টোবর থেকে...

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

উত্তরে দুর্যোগ, প্রশাসনের কাজের প্রশংসায় মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের বিপর্যয়ে সুপারহিরোর ভূমিকা নিয়েছে প্রশাসন। পুলিশ থেকে শুরু করে প্রশাসনের কর্তাব্যক্তিরা ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধারকার্যে। মুখ্যমন্ত্রীর পরদিনই ছুটে...