দায়িত্বপালন ও ব্যতিক্রমী কাজের জন্য প্রায়শই সংবাদ শিরোনামে আসেন হাওড়া ট্রাফিক গার্ডের (Howrah Traffic Guard) ওসি সৌভিক চক্রবর্তী (OC Souvik Charoborty)। এবার তাঁর ছবিই ব্যবহার করে স্যোশাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ। জানতে পেরেই সাইবার ক্রাইম (Cyber Crime) সেলে অভিযোগ জানিয়েছেন ওসি। একই সঙ্গে নিজের ফেসবুক প্রোফাইল থেকে সবাইকে সতর্কও করেছেন।

হঠাৎ করেই এক পরিচিতর মাধ্যমে সৌভিক (OC Souvik Charoborty) জানতে পারেন, তাঁর ছবি ব্যবহার করে প্রতারণা চলছে। একটি বিশেষ লিঙ্ক ও নম্বর (Mobile Number) দেওয়া হচ্ছে সেই প্রোফাইলে। যেটাতে ক্লিক করলে প্রতারকদের হাতে চলে যাচ্ছে ব্যবহারকারীর তথ্য। অর্থাৎ এক প্রকার হ্যাক করা হচ্ছে।

বিষয়টি জানতে পেরেই সতর্ক হন হাওড়া ট্রাফিক গার্ডের ওসি। বিষয়টি জানান, নিজের বিভাগ ও সাইবার ক্রাইমে। একই সঙ্গে সবাইকে সতর্ক করতে নিজের প্রোফাইলে পোস্টও করেন তিনি। লেখেন,

“জরুরি সতর্কতা: ভুয়া অ্যাকাউন্ট সতর্কতা
জেনে রাখুন, কেউ আমার ছবি ব্যবহার করে একটি ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করেছে।
এই অ্যাকাউন্টটি আমার নয়। আমার ছবি ব্যবহার করে একজন প্রতারক একটি ভিন্ন ফোন নম্বর এবং তথ্য ব্যবহার করে এটি করেছে।
সেই প্রোফাইল থেকে আপনাকে বন্ধুত্বের অনুরোধ, অনুসরণের অনুরোধ অথবা মেসেজ পাঠানো হতে পারে।
যদি আপনি এমন কোনও বার্তা বা কোনও অনুরোধ পান, তাহলে অনুগ্রহ করে অবিলম্বে নিম্নলিখিতগুলি করুন:
অনুরোধ গ্রহণ করবেন না বা বার্তার উত্তর দেবেন না।
অবিলম্বে প্রোফাইলটি ব্লক করুন।
“Impersonation”-এর অভিযোগে প্রোফাইলটি রিপোর্ট করুন।
আমি ইতিমধ্যেই এই অ্যাকাউন্টটি বন্ধ করার জন্য রিপোর্ট করেছি।“

কলকাতা ট্রাফিক পুলিশের প্রোফাইলের ছবি ব্যবহার করে প্রতারণার এই কাণ্ড ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।

–

–

–

–

–
–