দুর্ভাগ্যজনক ঘটনা: বাংলার সরকারকে কড়া পদক্ষেপের আর্জি ওড়িশা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দুর্গাপুরে বেসরকারি হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণের ঘটনায় উদ্বিগ্ন বাংলার প্রশাসন। ইতিমধ্যেই অপরাধীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। রাজ্য স্বাস্থ্য দফতর থেকে গোটা ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে বেসরকারি ওই চিকিৎসা প্রতিষ্ঠানের কাছে। এরই মধ্যে ওড়িশার (Odisha) বাসিন্দা নির্যাতিতার জন্য উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মোহন মাঝি (Mohan Charan Manjhi) সোশ্যাল মিডিয়ায় লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। আইনানুগ কড়া পদক্ষেপের অনুরোধ করেছেন তিনি।

বাংলায় যে কোনও নারী নির্যাতন বা ধর্ষণের (rape) ঘটনায় চরম ও দ্রুত শাস্তি প্রদানের লক্ষ্যে অপরাজিতা বিল (Aparajita Bill) আনা হয়েছিল। রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষায় সেই বিল এখনও আইনে পরিণত হতে পারেনি। যে কোনও নারী নিগ্রহের ঘটনায় রাজ্য পুলিশ থেকে প্রশাসন যেভাবে দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিয়ে থাকে, দুর্গাপুরের চিকিৎসক পড়ুয়ার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তারই মধ্যে মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনানুগ পদক্ষেপের অনুরোধ ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির।

সোশ্যাল মিডিয়ায় ওড়িশার মুখ্যমন্ত্রী লিখেছেন, বাংলার দুর্গাপুরে এক ওড়িশা পড়ুয়ার দুর্ভাগ্যজনক গণধর্ষণের (gang rape) ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও বেদনাদায়ক। এই খবরে আমি অত্যন্ত আহত। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) আইনের পথে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণের জন্য জোরালো আবেদন জানাচ্ছি। পাশাপাশি ওড়িশার প্রশাসন এই ঘটনায় বাংলার প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবে বলেও জানিয়েছেন তিনি। ওড়িশা সরকারের তরফে নির্যাতিতার পরিবারকে সবরকম সহযোগিতা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় আটক ছাত্রীর বন্ধু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

সম্প্রতি ওড়িশায় নেপালের একাধিক ছাত্রীর মৃত্যু ও ধর্ষণের ঘটনায় বারবার আলোচনায় উঠে এসেছে নিরাপত্তার বিষয়টি। ওড়িশায় শারীরিকভাবে নিগৃহিতা ছাত্রীর কলেজের মধ্যেই গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হওয়ার ঘটনাও গোটা দেশের কাছে মুখ পুড়িয়েছে বিজেপি শাসিত ওড়িশার। যদিও প্রতিবেশী রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে কখনও নাক গলায়নি বাংলার প্রশাসন। যদিও দুর্গাপুরের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় বাংলার মুখ্যমন্ত্রীর প্রতি আবেদনের মধ্যে দিয়ে কী বার্তা দিতে চেয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি, তা এখনও স্পষ্ট নয়।

spot_img

Related articles

লক্ষ্মৌতে নাবালিকার গণধর্ষণ! পুলিশ ধরতে গেলে গুলি চালালো ধর্ষকরা

নারী নিরাপত্তায় কতটা পিছিয়ে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ তা কেন্দ্রের সরকারের রিপোর্টেই স্পষ্ট। বয়স্ক মহিলা থেকে নাবালিকা কেউ সেখানে...

রিলস বানানোর নাম করে নাবালিকাকে ধর্ষণ, হাড়োয়ার ঘটনায় ধৃত বাবা-ছেলে

নবম শ্রেণীর নাবালিকাকে ফেসবুক রিলস বানানোর নাম করে ধর্ষণের অভিযোগ ইউটিউবার ও তাঁর বাবার বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার...

আজই উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী, দুপুরে আলিপুরদুয়ারে রিভিউ বৈঠক

রবিবারই উত্তরবঙ্গ যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ দুপুর ২:৩০ মিনিট নাগাদ তিনি হাসিমারা পৌঁছবেন বলে...

মঙ্গলেই হাওয়া বদল রাজ্যে, পাকাপাকিভাবে বিদায় নিচ্ছে বর্ষা! 

নিজের সময়সীমার থেকে অনেকটা বেশি সময় বাংলায় কাটিয়ে অবশেষে চলতি মরশুমে রাজ্য থেকে বিদায় নেওয়ার পথে বর্ষা (Monsoon)।...