বর্ধমান স্টেশন ফের সাক্ষী রইল পদপিষ্টের মর্মান্তিক ঘটনার। রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের সংযোগকারী ফুট ওভারব্রিজের সিঁড়িতে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় অন্তত সাত জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেল যাত্রী ও রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিকেল ৫টা ১৫ থেকে ৫টা ২৫-এর মধ্যে ঘটনাটি ঘটে। সেই সময় ৫ নম্বর প্ল্যাটফর্মে ছিল হলদিবাড়ি এক্সপ্রেস এবং ৪ নম্বর প্ল্যাটফর্মে আসে হাওড়া-বর্ধমান কর্ড লাইন লোকাল। কিছুক্ষণ পর কর্ড লাইনের ট্রেনটি মেন লাইনে পাঠানো হয়।

ফলে একদিকে মেন লাইন ধরতে যাত্রীরা সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন, অন্যদিকে কর্ড লাইনের যাত্রীরা ফুট ওভারব্রিজে উঠছিলেন। এই দুই দিকের যাত্রীদের হুড়োহুড়িতেই ঘটে পদপিষ্টের ঘটনা। আহতদের মধ্যে তিনজন মহিলা ও তিনজন পুরুষ রয়েছেন বলে জানা গেছে। বাকি একজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। হাসপাতালের সুপার তাপস কুমার ঘোষ জানিয়েছেন, “মোট সাতজন যাত্রীকে হাসপাতালে আনা হয়েছে। সকলেই চিকিৎসাধীন।” ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। যাত্রী সুরক্ষা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠেছে বর্ধমান স্টেশনে।

আরও পড়ুন – ৫৮ পাক সেনা খতম: পাক-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে দাবি তালিবানদের

_

_

_

_

_

_
_