ফের আদালতে কড়া প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন গত ৬ বছরে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে কোনও জেরা করেনি CBI? সোমবার, সুপ্রিম কোর্টের শুনানিতে এই প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি গভাই। পুরো ঘটনাপ্রবাহ ‘শকিং’- পর্যবেক্ষণে বলেন প্রধান বিচারপতি৷ মামলার শুনানি আগামী শুক্রবার।

এদিনের শুনানিতে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রধান বিচারপতি বি আর গভাই বিস্ময় প্রকাশ করেন ৷ কেন গত ৬ বছরে রাজ্য পুলিশের ডিজিকে কোনও জেরা করেনি CBI? শীর্ষ আদালতের প্রশ্নের মুখে হোঁচট খান সলিসিটর জেনারেল তুষার মেহতা৷ উত্তর দিতে গিয়ে কোনও যুক্তি তুলে ধরতে না পেরে পাল্টা বলেন, “মামলার বিস্তারিত নথি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন৷” উত্তরে রাজীব কুমারের তরফে আইনজীবী বিশ্বজিৎ দেব জানান, একজন দক্ষ আইপিএস অফিসারকে হেনস্থা করা হচ্ছে, তাঁর সম্মানহানি করা হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে।

রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআইয়ের অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয় আদালত অবমাননার মামলার শুনানি আগামী শুক্রবার।

–

–

–

–

–
