আইটি সেক্টরের ওয়ার্ক কালচার নিয়ে সমালোচনার শেষ নেই। বেশিভাগ জায়গায় বিপুল পরিমাণে কর্মী ছাঁটাই চলছে, আবার কোথাও বস ও কর্মীদের মধ্যে নানা বিষয়ে দ্বন্দ্ব লেগেই আছে। এই আবহে Elite Marque নামের একটি কোম্পানির সিদ্ধান্ত নজর কেড়েছে সকলের। দিল্লির (Delhi) এই পিআর ফার্ম অভাবনীয় দিওয়ালি গিফট দিয়েছে তাঁর কর্মীদের। এই কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও রজত গ্রোভার (Rajat Grovar) পুরো সংস্থাকে একটি মেইল পাঠিয়ে সকল কর্মীকে দিওয়ালিতে নয় দিনের সবেতন ছুটি ঘোষণা করেন। আরও পড়ুন: পাইলট প্রশিক্ষণে নিয়মভঙ্গ! DGCA-এর ৪০ লক্ষ টাকা জরিমানা ইন্ডিগোকে

এরপরেই কোম্পানির এক কর্মচারি নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, মানুষ কর্মস্থল ও ওয়ার্ক কালচার নিয়ে অনেক কথা বলে। কিন্তু একটি মানবিক কর্মসংস্কৃতি তখনই গড়ে ওঠে, যখন একজন নিয়োগকর্তা কর্মীদের চাহিদা ও সুস্থ থাকাকেই সবথেকে বেশি গুরুত্ব দেন। কোম্পানি কর্মীদের পরিবার নিয়ে উৎসব উদযাপনের সুযোগ করে দিয়েছে তাই তিনি প্রতিষ্ঠাতা রজত গ্রোভারকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

ইতিমধ্যেই সেই মেল ভাইরাল হয়েছে। সিইও রজত গ্রোভার মেলে সমস্ত কর্মচারীদের নয়দিন দিওয়ালির ছুটি ঘোষণা করেন। সেখানে তিনি লিখেছেন, ‘ডিয়ার টিম, বছরের এই সময়ে সব ডায়েট ভেস্তে যাবে, আত্মীয়রা আসবে, আতসবাজির শব্দ মিশে যাবে খুশির আবহে। তাই আমরা আপনাদের ১৮-২৬ অক্টোবর অবধি ছুটি দিচ্ছি।’ সেখানে আরও লেখা, ‘১. হ্যাঁ আপনারা ঠিক পড়ছেন, ৯ দিনের পুরো ছুটি পাচ্ছেন সবাই। এই ছুটিতে আপনারা সকলে দুপুর পর্যন্ত ঘুমাবেন। কারণ অ্যার্লাম ঘড়িরাও ছুটি চাইছে। ২. ফ্যামিলি ড্রামা- ওটিটি এবং ঘর সবটাই উপভোগ করবেন। ৩. কাজু বরফি খাওয়ায় নিজের রেকর্ড ব্রেক করবেন। ৪.ঘর পরিষ্কারের সাহায্য করার নাটক করবেন। ৫. নিজেদের অফিসিয়াল ইমেল খুলবেন না- শুধুমাত্র অ্যামাজন, সুইগি অথবা জোমাটো ছাড়া। ৬. পেগস, ক্যাশ, মিঠাই অ্যান্ড রিপিট। পরিবার, বন্ধু, দূরের আত্মীয়দের সঙ্গে চুটিয়ে মজা করবেন। কিন্তু ছুটির পর যখন অফিসে ফিরবেন, অবশ্যই ২ কেজি ওজন বাড়িয়ে ফিরবেন। সাথে ১০ গুণ আনন্দ এবং পুরোপুরি চার্জ হয়ে ফিরবেন।’

–

–

–

–

–

–
