কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও পশ্চিমবঙ্গে এখনও শুরু হয়নি ১০০ দিনের কাজ প্রকল্প। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক রাজ্যের বিপুল পরিমাণ বকেয়া অর্থ আটকে রেখেছে বলে অভিযোগ। সেই নিয়েই সোমবার সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুললেন রাজ্যের পক্ষের আইনজীবী কপিল সিবাল।

বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফে কপিল সিবাল জানান, হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে কেন্দ্র। একই সুরে সহ-আইনজীবী মুরলীধর অভিযোগ করেন, “কেন্দ্রীয় সরকার স্পষ্টতই আদালত অবমাননা করেছে এবং এখন কোনওভাবে তা এড়ানোর চেষ্টা করছে।”

রাজ্যের আর এক আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যও কেন্দ্রকে কাঠগড়ায় তুলে বলেন, “মনরেগার আওতাধীন শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের ন্যায্য মজুরি ও জীবিকা বন্ধ হয়ে গিয়েছে। খেটে খাওয়া মানুষজন সম্পূর্ণভাবে বঞ্চিত।”

দীর্ঘদিন ধরে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ১০০ দিনের কাজ নিয়ে দ্বন্দ্ব চলছে। কেন্দ্রের দাবি, প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে, তাই টাকা আটকে রাখা হয়েছে। অপরদিকে, রাজ্যের অভিযোগ—রাজনৈতিক কারণে কেন্দ্র টাকা দিচ্ছে না।

সোমবারের শুনানিতে দুই বিচারপতি জানান, দীপাবলির ছুটির পর, আগামী ২৭ অক্টোবর মামলার পরবর্তী শুনানি হবে। উল্লেখ্য, গত ১ আগস্ট কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছিল রাজ্যে ১০০ দিনের কাজ পুনরায় শুরু করতে। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টে মামলা করে। এখন আদালতের রায়ের দিকেই তাকিয়ে রাজ্যের লক্ষ লক্ষ মনরেগা শ্রমিক।

আরও পড়ুন – নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, জালে বিজেপি নেতা

_

_

_

_
_