২০১৬ সালের বাতিল প্যানেলের আনটেন্টেড চাকরিহারাদের মধ্যে যারা আগে সরকারি স্কুলে চাকরি করতেন, তারা চাইলে পুরোনো চাকরিতে ফেরার সুযোগ পাবেন। এই সিদ্ধান্তে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে বিকাশ ভবন। শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, ৫৪৬ জনকে যাবতীয় নথি নিয়ে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। আগামী ২৫ অক্টোবর তাদের কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছে।

এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “৫৪৬ জনকে যাবতীয় প্রয়োজনীয় নথি নিয়ে আসতে বলা হয়েছে। নথি যাচাইয়ের পর দ্রুত তাদের পুনরায় নিয়োগ দেওয়া হবে।” তবে তিনি আরও উল্লেখ করেছেন যে, শিক্ষকরা নিজেদের পুরোনো স্কুলে প্রত্যাবর্তন পাবেন না। নতুন নিয়োগ সেই জেলায় খালি থাকা পদের ভিত্তিতে করা হবে। তাই শিক্ষকরা নিজের জেলার স্কুলে নাও নিয়োজিত হতে পারেন।

সংখ্যাগত বিবরণ অনুযায়ী, পূর্ব মেদিনীপুর থেকে ১১৯ জন, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, কোচবিহার ও কলকাতা মিলিয়ে ১৩০ জনকে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে। পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, পুরুলিয়া, হাওড়া ও দক্ষিণ দিনাজপুর মিলিয়ে ৭৮ জন, পশ্চিম বর্ধমান, শিলিগুড়ি, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, মালদা, পূর্ব বর্ধমান থেকে ১১৪ জনকে ডাকা হয়েছে। মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, বীরভূম ও উত্তর দিনাজপুর মিলিয়ে ১০৫ জনকে অনুরোধ করা হয়েছে নথি জমা দেওয়ার জন্য। এসএসসি জানিয়েছে, সংখ্যাটি বেশি হওয়ায় প্রক্রিয়ায় কিছুটা সময় লাগবে, তবে যত দ্রুত সম্ভব এই পুনঃনিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

আরও পড়ুন- বড় পদক্ষেপ সরকারের! এবার পর্যটকদের জন্য খুলে গেল রাজ্যের ১১টি পরিদর্শন বাংলো

_

_

_

_

_

_
_