ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ড্র করার পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে চুনকাম করল টিম ইন্ডিয়া। কিন্তু তার পরেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়(WTC Points Table) অবস্থান বদল হল না শুভমান গিলদের। তিন নম্বরেই থেকে গেল ভারত।

আহমেদাবাদে প্রথম ম্যাচে এক ইনিংস ও ১৪০ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর দিল্লিতে শেষ দিনে সাত উইকেটে জয়। এই সিরিজ থেকে ভারতের সংগ্রহ মোট ২৪ পয়েন্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে ভারত। এর মধ্যে চারটি জয়, দু’টি হার এবং একটি ড্র করে মোট ৫২ পয়েন্ট রয়েছে ভারতের খাতায়।

তবে ভারতের পয়েন্ট শতাংশ ৬১.৯০। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার পর তৃতীয় স্থানে আছে ভারত। তিন ম্যাচে তিনটিতেই জয় এবং ১০০ শতাংশ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে অস্ট্রেলিয়া। দুই নম্বরে আছে শ্রীলঙ্কা। তাদের পয়েন্ট শতাংশ ৬৬.৬৭।

আগামী নভেম্বর মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলবে ভারতীয় দল। সেই সিরিজে জয় পেলে পয়েন্ট তালিকায় আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে টিম ইন্ডিয়ার।

একইসঙ্গে এই সিরিজে কিছু রেকর্ডও গড়ে নিল ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান(২৮৩৯) শুভমান গিলের।বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০টি শতরান করে রেকর্ড গিলের। অধিনায়ক হিসাবে এক ক্যালেন্ডার ইয়ারে ৫টি শতরান করে বিরাটের রেকর্ড স্পর্শ করলেন গিল। ঘরের মাঠে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই অর্ধশতরান করে গাভাসকরকে স্পর্শ করলেন গিল।

টেস্টে ৮০টি ছক্কা মেরে ধোনিকে টপকালেন জাদেজা।টেস্টে ওপেনার হিসাবে দশম শতরান রাহুলের টপকালেন গম্ভীর-রোহিতকে।১৫ ম্যাচে পাঁচবার ৫ উইকেট নিয়ে রেকর্ড কুলদীপের।
