প্রিন্সটন ক্লাবে ‘মার্লিন সেরা পুজো ২০২৫’-এর জমজমাট পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Date:

Share post:

বাঙালি শ্রেষ্ঠ উৎসব চলে গেলেও সেই আমেজ এখনও রয়ে গেছে বঙ্গ জীবনে। দুর্গাপুজো উপলক্ষে বিভিন্ন সংস্থার তরফে একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবার ভারতের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট সংস্থা মার্লিন গ্রুপ গত ১১ অক্টোবর প্রিন্সটন ক্লাবে ‘মার্লিন সেরা পুজো ২০২৫’ (Merlin Sera Pujo 2025) পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। ২০১৯ সাল থেকেই উদ্যোগ নেওয়া হয় এ বছর যা সপ্তম বর্ষে পদার্পণ করল। বিভিন্ন আবাসনের বাসিন্দাদের উৎসাহ দিতে এবং ভবিষ্যতে আরও বেশি করে দুর্গাপুজো করার ব্যাপারে আগ্রহী হতে মার্লিনের এমন উদ্যোগ প্রশংসনীয়।

এবছর বাইশটি মার্লিন হাউজিং কমপ্লেক্স নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেরা কমিউনিটি বন্ডিং বিভাগে পুরস্কার জিতেছে মার্লিন ভার্ভ, মার্লিন জবাকুসুম, মার্লিন আইল্যান্ড এবং মার্লিন ক্রেস্ট। সেরা ঐতিহ্যবাহী কারুশিল্পের বিজেতা হল মার্লিন লিগ্যাসি এবং মার্লিন বসুন্ধরা। নারী শক্তি সম্মান পুরস্কার পেয়েছে মার্লিন ওয়ার্ডেন লেকভিউ, মার্লিন গ্রোভ, মার্লিন এমারল্ড এবং মার্লিন উত্তরা। সেরা নবাগত শিল্পীর জন্য মার্লিন ঐকিও এবং মার্লিন আইরিসকে স্বীকৃতি দেওয়া হয়েছে। হাম সাথ সাথ হ্যায়-তে সেরা উপস্থিতির জন্য মার্লিন টুইন, মার্লিন লরেল গার্ডেন এবং মার্লিন অ্যাসপায়ারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মোহতা (Sushil Mohota) বলেন, “বাংলার বিভিন্ন প্রান্তে মার্লিন হাউজিং কমপ্লেক্স জুড়ে আয়োজিত দুর্গাপুজোর উৎসাহ প্রদানে এই পুরস্কার চালু করা হয়। গত ৬ বছরে পুজোর পরিধি জাঁকজমক অনেকটা বেড়েছে। সকল আবাসিকদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে।আগামী বছরগুলিতে এই উদ্যোগকে আরও বৃহত্তর পরিসরে উদযাপন করার প্রতিশ্রুতি দিচ্ছি।” এই প্রতিযোগিতার বিচারক ছিলেন অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) , স্বস্তিকা দত্ত (Swastika Dutta) এবং সৌরসেনী মৈত্র (Souraseni Maitra)। তাঁদেরও ধন্যবাদ দেন চেয়ারম্যান।

 

spot_img

Related articles

বারংবার ধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকা! পকসো-তে মামলা, ধৃত অভিযুক্ত ‘প্রেমিক’

‘প্রেমিকের’ বারংবার ধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকা (Minor)! মূল অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতার দক্ষিণ বন্দর থানার পুলিশ। ধৃত কুতুবউদ্দিন শাহ...

কালীপুজো উপলক্ষ্যে ১৫ অক্টোবর বৈঠকে নগরপাল

সফলভাবেইব দুর্গা পুজো সামলেছে কলকাতা পুলিশ। শুধু কলকাতা নয় গোটা বাংলাতে বড় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মুখ্যমন্ত্রী পুলিশকে...

কসবা গণধর্ষণ মামলা: জামিন মঞ্জুর নিরাপত্তা কর্মীর

কসবার আইন কলেজের গণধর্ষণের মামলায় প্রায় ১০০ দিন পরে জামিন মঞ্জুর হল আইন কলেজের বেসরকারি নিরাপত্তা কর্মীর। ঘটনার...

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...