Saturday, December 20, 2025

বেলুড় রাসবাড়ি ঘাটে ছটে নিষেধাজ্ঞা হাই কোর্টের

Date:

Share post:

কলকাতা হাই কোর্টের পুজোর অবকাশকালীন বেঞ্চ বেলুড়ের শিব কৃষ্ণ দেবত্তর স্টেটের মালিকানাধীন রাসবাড়ি ঘাটে ছট পুজো ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, ব্যক্তিগত মালিকানাধীন এই ঘাটে এবার থেকে আর ছটের অনুষ্ঠান আয়োজন করা যাবে না।

ঘাটটি যদিও দেবত্তর সম্পত্তি হলেও তা সরকারি নয়, ব্যক্তিগত মালিকানাধীন। আদালত জানিয়েছে, এমন সম্পত্তি রাজ্য বা প্রশাসন কোনোভাবেই ছট পুজোর কাজে ব্যবহার করতে পারবে না। এদিকে, রাজ্য এই নির্দেশ চ্যালেঞ্জ করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলেছে। আদালতে রাজ্যের যুক্তি ছিল, ওই এলাকায় পর্যাপ্ত ঘাট না থাকার কারণে প্রশাসন এই ঘাট ব্যবহার করার ব্যবস্থা করে এসেছে। তবে দেবত্তর স্টেটের রিসিভার দাবী করেছেন, ব্যক্তিগত মালিকানায় থাকা এই ঘাট সর্বসাধারণের ব্যবহারের জন্য দেওয়া যায় না।

শিব কৃষ্ণ দেবত্তর স্টেটের রিসিভার হিসেবে নিযুক্ত রয়েছেন কলকাতা হাই কোর্টের আইনজীবী দ্বিজদাস চক্রবর্তী। তিনি বলেন, প্রতিবছর ছট পুজোর সময় এই ঘাটে বেআইনিভাবে ঢুকে অনুষ্ঠান করা হয়, যাকে বাধা দিলে সেবায়েতদের মাধ্যমে জোরপূর্বক গেট খোলা হয়। ২০২২ সালে স্থানীয় ছট কমিটির করা মামলায় পরিবার বা সেবায়েতদের পক্ষের কেউ অন্তর্ভুক্ত না হওয়ায় সেই মামলার ফয়সালা হয়নি। তাই এবার ছটের আগে পুনরায় আদালতের দ্বারস্থ হয়েছেন রিসিভার।

১৯ য়ের দশকে, ১৮৯০ সালে শিবকৃষ্ণ দাঁয়ের পুত্র পূর্ণচন্দ্র দাঁ ও সহধর্মিণী কাদম্বিনী দাসীর হাতে তৈরি এই বেলুড়ের রাসবাড়ি। ৪০ ফুট উঁচু নবরত্ন মন্দির, রাসমঞ্চ, ছয়টি শিবমন্দির, নাটমন্দির, নহবতখানা, ভোগঘর এবং বাগানসহ সম্পূর্ণ প্রাঙ্গণ ঐতিহাসিক গুরুত্ব বহন করছে। এবার আদালতের এই সিদ্ধান্তের পর ছট পুজো ঘাট ব্যবহারের বিতর্ক নতুন রূপ নিয়েছে।

আরও পড়ুন – ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...