কলকাতায় আটক রাজস্থানের ৩ খুনি! আতঙ্কিত সল্টলেকের বাসিন্দারা

Date:

Share post:

রাজস্থানে খুন করে কলকাতায় এসে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল তিন খুনি। একজন পলাতক।ফুলবাগান থানার (Phoolbagan Police) পুলিশের হাতে আটক হওয়ার পর থানায় নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা করলেও সফল হননি অভিযুক্তরা। সূত্র মারফত জানা যাচ্ছে, বৃহস্পতির সন্ধ্যায় কাদাপাড়া- ফুলবাগান এলাকায় তিন সন্দেহভাজনকে ঘুরে বেড়াতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। দ্রুত সেখানে পৌঁছে যান ঊর্ধিধারীরা। অভিযুক্তরা প্রাথমিকভাবে পুলিশকে ভুল বোঝানোর চেষ্টা করলেও পরবর্তীতে জানা যায় রাজস্থানের (Rajasthan) কুচমন থানা এলাকার এক হত্যাকাণ্ডের মামলায় নাম রয়েছে চারজনের। এরপরই তিনজনকে আটক করা হয়। চতুর্থ জলের খোঁজ চলছে।

 

কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে জানা গেছে, আটক ব্যক্তিরা রাজস্থানের বাসিন্দা। ওই রাজ্যের দিদওয়ানা জেলার কুচামান থানায় তাঁদের বিরুদ্ধে খুনের অভিযোগ আছে। বৃহস্পতিবার সল্টলেকের একটি আবাসনের কার্নিশ থেকে একজনকে নামতে দেখে বাসিন্দাদের সন্দেহ বাড়ে। পুলিশ তিনজনকে আটক করার সময় তাঁরা পালিয়ে পূর্বাচলে ঢুকে পড়ার চেষ্টা করেন। প্রথমে পুলিশ কর্তাদের একটি আবাসনের চারতলায় উঠে যায় তারা। কিন্তু নিরাপত্তারক্ষীদের তাড়া খেয়ে সেখান থেকে সল্টলেক বেঙ্গল টেনিস অ্যাকাডেমির দিকে গেলে সেখানে তাঁদের ধরে ফেলেন আইপিএস কোয়ার্টারের নিরাপত্তায় থাকা পুলিশকর্মীরা।লালবাজারে তরফে জানানো হয়েছে যে ভিন রাজ্যের তদন্তকারী আধিকারিকদের চোখে ধুলো দিতেই কলকাতায় আসেন অভিযুক্তরা(accused persons from rajasthan escaped to kolkata)। শুক্রবার রাজস্থান পুলিশের (Rajasthan Police) অফিসাররা শহরে আসবেন বলে জানা গেছে।

 

spot_img

Related articles

দীপাবলিতে বাজির নামে বিস্ফোরক! বিজেপি রাজ্য মধ্যপ্রদেশে ‘কার্বাইড গান’-এ চোখ হারাচ্ছে শিশুরা

দীপাবলির আলো এবার অন্ধকারে ঢেকে গেল বহু পরিবারের জীবনে। বাজির নামে মধ্যপ্রদেশে রমরমিয়ে বিক্রি হচ্ছে এক বিপজ্জনক বিস্ফোরক—...

ছটপুজোয় বন্ধ থাকবে রবীন্দ্র – সুভাষ সরোবর, বিকল্প ঘাটে আয়োজনের প্রস্তুতি 

ছটপুজো উপলক্ষে এ বছরও সাধারণের জন্য বন্ধ রাখা হবে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর। জলদূষণ রোধ ও পরিবেশ...

বিজেপি রাজ্যে দীপাবলিতে ‘কার্বাইড’ ক্র্যাকার বন্দুক ব্যবহারের পর অন্ধত্বের শিকার ১৪ শিশু, হাসপাতালে একাধিক 

এ বারের দীপাবলিতে সবথেকে বেশি বিক্রি হয়েছে ‘কার্বাইড গান’। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল এই বাজির ভিডিয়ো। কিন্তু লাগামছাড়া...

বোনের কাছে ভাইফোঁটা শোভনদেবের, টলিনায়িকারা ফোঁটা দিলেন অরূপকে

বাংলা জুড়ে আজ উৎসবের আমেজ। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই মাতলেন ভাইফোঁটা উদযাপনে। সকাল গড়িয়ে বিকেল তবু এখনও...