Wednesday, December 17, 2025

ওড়িশার রাস্তায় পড়ে রক্তাক্ত ভিনরাজ্যের নাবালিকা! বেপাত্তা ধর্ষকরা

Date:

Share post:

মাত্র কিছু দিন পরপরই খবরের শীর্ষে আসে ওড়িশা, শুধুমাত্র নারী নির্যাতন-ধর্ষণের মতো ঘটনার কারণে। নারী নিরাপত্তা থেকে সাধারণ নিরাপত্তার বিষয়টি মোহন মাঝির ওড়িশায় কতটা নক্কারজনক তা স্পষ্ট হয়ে গেল রাজধানী ভুবনেশ্বরের (Bhubaneswar) রাস্তায় ধর্ষিতা নাবালিকা (minor) উদ্ধারের ঘটনায়। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে শুধুমাত্র জানা যায় নাবালিকা বিহারের বাসিন্দা। তবে আইসিইউ-তে চিকিৎসাধীন হওয়ায় ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি পুলিশের পক্ষে।

ওড়িশার রাজধানী ভুবনেশ্বর। আর সেই শহরের রাস্তায় শনিবার রাত ৮টা নাগাদ স্থানীয় রিক্সাচালকরা এক নাবালিকাকে পড়ে থাকতে দেখে। প্রাথমিকভাবে নাবালিকা অত্যন্ত যন্ত্রণায় কিছু জানাতে পারেনি স্থানীয়দের। তবে তাকে রক্তাক্ত দেখে সন্দেহ হওয়ায় হাসপাতালে যেতে সহযোগিতা করেন স্থানীয়রা। হাসপাতালে ভর্তি করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এই দীর্ঘ সময় পর্যন্ত শহরের রাস্তায় কীভাবে ওই নাবালিকা এলো, তা নিয়ে কোনও খবর ছিল না ওড়িশা পুলিশের (Odisha police) কাছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, নাবালিকার বয়স ১৬ বছর। যৌন নির্যাতনের পরে তার শারীরিক ও মানসিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে সে কোনও কথা বলার অবস্থাতেই নেই। নিজের বাড়ির বিহারে বলে সে জানাতে পারেনি। তবে কীভাবে সে ভুবনেশ্বরের (Bhubaneswar) শহরের রাস্তায় এলো তা জানাতে পারেনি। হাসপাতালে আইসিইউ-তে রাখা হয়েছে তাকে। ভুবনেশ্বরের ক্যাপিটাল হসপিটাল নাবালিকার ধর্ষণ (rape) নিশ্চিত করেছে।

আরও পড়ুন: ভুয়ো ডাক্তারের ছড়াছড়ি! মধ্যপ্রদেশে ভুল চিকিৎসায় শিশুমৃত্যুতে চাঞ্চল্য

হাসপাতাল থেকে তথ্য সংগ্রহের পরে ওড়িশা পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা (suo moto case) শুরু করে। পকসো (POCSO) আইনে মামলা শুরু হয়েছে। যে ওড়িশার নেতা-বিধায়ক-মন্ত্রীরা বাংলার দুর্গাপুরের ঘটনায় বারবার বাংলাকে কলঙ্কিত করার চেষ্টা চালাচ্ছেন, তাঁদের কাউকে অবশ্য এই ভিন রাজ্যের নাবালিকার পাশে এসো দাঁড়াতে দেখা যায়নি। প্রতিবেশী রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা ওড়িশার বিজেপি সরকারের রাজধানীর নিরাপত্তা নিয়ে এই ঘটনা বড় প্রশ্ন তুলে দিলো। স্থানীয় বাসিন্দারা ঘটনা সম্পর্কে কিছু জানাতে পারেনি। ফলে স্থানীয় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের অনুসন্ধান শুরু করেছে পুলিশ।

spot_img

Related articles

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...

বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন রুটে হবে কলকাতা ম্যারাথন? জানুন বিস্তারিত

আগামী ২১ ডিসেম্বর টাটা স্টীল কলকাতা ম্যারাথন(25K Kolkata)। তার  আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের রুট ঘোষণা হল। ...

জিটিএ শিক্ষক নিয়োগ বাতিলের রায় ঘিরে পাহাড়ে স্কুল ধর্মঘটের ডাক

কলকাতা হাইকোর্টের রায়কে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল দার্জিলিং পাহাড়ের শিক্ষা পরিস্থিতি। জিটিএ অঞ্চলে ৩১৩ জন শিক্ষক...

ফুটেজ না দেখা পর্যন্ত মন্তব্য নয়! কীর্তি ইস্যুতে কড়া অবস্থান অভিষেকের

সংসদের ভিতরে ই-সিগারেট ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর সংসদে এই অভিযোগ...