শুভেন্দুকে দেখে ক্ষোভ উগরালো মহিলারা: ‘হামলা’র তত্ত্ব খাঁড়া বিরোধী দলনেতার

Date:

Share post:

রাজ্যে সাধারণ মানুষের উপার্যনের জন্য কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ বন্ধ করে ভাতে মারার পরিকল্পনা বিজেপির সরকারের। এরপরে বাংলার শ্রমিকরা ভিনরাজ্যে কাজে গেলে সেখানে অত্যাচার করে তাঁদের তাড়িয়ে দেওয়া থেতে পুশব্যাক (push back) পর্যন্ত করতে দ্বিধা করছেন না নির্লজ্জ বিজেপি সরকারগুলি। আবার সেই সরকারগুলিকে বাংলায় বসে যোগ্য সংগত দিচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। একবারও রাজ্যের বকেয়া আদায়ে বা রাজ্যের পরিযায়ী শ্রমিকদের (migrant labour) বিজেপির রাজ্যে অত্যাচারের প্রতিবাদে সরব হতে শোনা যায়নি বিরোধী দলনেতা বা অন্য বঙ্গ বিজেপি নেতাদের। এবার দক্ষিণ চব্বিশ পরগণার মানুষ সেই ক্ষোভ উগরে দিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) উপর। বিক্ষোভের মুখে কোনও উত্তর দিতে না পেরে শেষে হামলার তত্ত্ব খাঁড়া করলেন শুভেন্দু।

কালীপুজোর উদ্বোধনে দক্ষিণ চব্বিশ পরগণার (South 24 Parganas) রায়দীঘিতে যাচ্ছিলেন শুভেন্দু রবিবার। আর সেই রাস্তাতেই দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে। মথুরাপুরে (Mathurapur) মহিলারা তাঁর কনভয়ের পাশে বিক্ষোভ দেখাতে থাকেন। তার জেরে শুভেন্দুর দেহরক্ষীরা (security) ধাক্কা মেরে সরিয়ে দেয় মহিলাদের। আর তাতেই পরিস্থিতি গুরুতর হয়ে যায়। শুভেন্দু অধিকারীর গাড়ি আটকে বিক্ষোভে ফেটে পড়েন মহিলারা।

মথুরাপুরের পাশাপাশি মন্দিরবাজারেও (Mandirbajar) বিক্ষোভের মুখে পড়তে হয় বিরোধী দলনেতাকে। স্থানীয় মানুষ তাঁর কনভয়ের (convoy) পাশে জড়ো হয়ে বাংলার অধিকার রক্ষার দাবি জানায়। শুভেন্দুকে (Suvendu Adhikary) ‘বিশ্বাসঘাতক’ বলে স্লোগান দিতে থাকে তারা। জবাব চাওয়া হয় বাংলার শ্রমিকদের উপর ভিন রাজ্যে হামলা চালানো নিয়ে। দক্ষিণ চব্বিশ পরগণার একটি বড় অংশের মানুষ বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন। বিজেপির নীতির কারণে তাঁদের একটা বড় অংশের শ্রমিককে কর্মহীন হয়ে গ্রামে ফিরে আসতে হয়েছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায় রবিবার।

আরও পড়ুন: বিজেপির ওডিশায় ধর্ষণের তদন্তে উঠে এল নারীপাচার চক্রের হদিশ

সাধারণ মানুষের কোনও উত্তর দিতে না পেরে শেষে তাঁদেরই কাঠগড়ায় দাঁড় করানোর পন্থা নিয়েছেন বিরোধী দলনেতা। পুজোর উদ্বোধনে যাওয়ার আটকানোর চেষ্টা চালানো হয়েছিল বলে দাবি করেন তিনি। সেই অজুহাতেই একটি বিশেষ সম্প্রদায়ের উপর দোষ দেওয়ার চেষ্টা করেন তিনি।

spot_img

Related articles

চন্দননগর নয়! কোথা থেকে সূচনা বাংলায় জগদ্ধাত্রী পুজোর? জানুন ইতিহাস 

জগদ্ধাত্রী পুজোর নাম উঠলেই চোখের সামনে ভেসে ওঠে গঙ্গাপাড়ের শহর চন্দননগরের ছবি—চোখধাঁধানো আলোকসজ্জা, সুবিশাল প্রতিমা আর অসংখ্য দর্শনার্থীর...

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়, কোন অঙ্কে বিশ্বকাপের সেমিতে ভারত?

ভাইফোঁটার দিনেই মহিলাদের একদিনের বিশ্বকাপে(ICC Women World cup) সেমিফাইনালে স্থান নিশ্চিত করল ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৩...

চাপ দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়: বিস্ফোরক নারদ মামলার প্রথম তদন্তকারী CBI আধিকারিক

বিস্ফোরক স্বীকারোক্তি নারদ (Narada Case) মামলার প্রথম তদন্তকারী সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের (Ranjit Kumar)। একটি অডিও সাক্ষাৎকারে তিনি...

সিরিজ হারের দিনেই বিরাট প্রশ্ন কোহলির ভবিষ্যৎ নিয়েও

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয়একদিনের ম্যাচে হারতে হয়েছে ভারতীয় দলকে(India Team)। সেই সঙ্গে সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে...