বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের অন্যতম একটি দীপাবলি। আলোর উৎসবে সামিল বাংলা তথা গোটা দেশ। সাধারণ মানুষের মতোই দিওয়ালিতে(Diwali) আনন্দে মাতলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)।

আন্তজার্তিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। ধোনি এবং ক্রিকেটের সম্পর্ক এখন শুধুই ২২ গজেই সীমাবদ্ধ। ফলে পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারছেন মাহি। দিওয়ালির আগের সন্ধ্যায় একেবারে ভিন্ন মেজাজে পাওয়া গেল ক্যাপ্টেন কুলকে। স্ত্রী সাক্ষী ধোনি এবং পরিবারের সদস্যদের সঙ্গে দিওয়ালি উপভোগ করলেন ধোনি।

সোশ্যাল মিডিয়ায় ধোনির দিওয়ালি সেলিব্রেশনের ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গিয়েছে, বন্ধুদের সঙ্গে খুশির মেজাজে রয়েছেন ধোনি। ক্যাপ্টেন কুল ছাড়া আরও অনেকে রয়েছেন ছবিতে।

অন্যদিকে, দীপাবলি উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। পাঞ্জাবি- পাজামা লুকে দাদা পুরো বাঙালি বাবু। সিএবির সমাজ মাধ্যমে তিনি জানিয়েছেন, সিএবির পক্ষ থেকে সকলকে দীপাবলির শুভেচ্ছা। সকলের দীপাবলি খুব ভালো কাটুক। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি পোস্টারের ক্রীড়াপ্রেমীদের শুভেচ্ছা জানানো হয়েছে দিওয়ালির।

আরও পড়ুন :অজিদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই হার, গিলের নিশানায় ব্যর্থ রোহিত-বিরাট!

কয়েকদিন আগেই মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান দল। মনবীর, কামিংসরাও আলোর উৎসবে সামিল হয়েছেন।
