প্রতিবারের মতো এবারও কালীঘাটের বাড়িতে কালীপুজোর (Kali Pujo) আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বাড়ির পুজোয় বরাবারই নিজেরই তদারকি করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এবারও তার ব্যতিক্রম হয়নি। উপস্থিত রয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ পরিবারের অন্যান্য সদস্যরা। আসছেন তৃণমূলের প্রথমসারির নেতা-নেত্রীরাও।

প্রতি বছরই কালীপুজোর সন্ধেয় বাড়ির সর্বত্র প্রদীপ জ্বালান মুখ্যমন্ত্রী। এবারও থালায় প্রদীপ সাজিয়ে বিভিন্ন কোণায় সেই দীপ প্রজ্জ্বলন করেন। রাঁধেন ঠাকুরের ভোগ। বড় কড়াইয়ে অনায়াস ভঙ্গীতে চালান খুন্তি।

তার আগেই লেক কালীবাড়িতে পুজো দিয়ে কালীঘাটের বাড়িতে পৌঁছে যান অভিষেক (Abhishek Banerjee)। প্রতিমা নমস্কার করে, কথা বলেন উপস্থিত সকলের সঙ্গে। রয়েছে অভিষেক-কন্যা আজিনিয়াও। প্রতিবছরই বাড়ির পুজোতে পরিবার নিয়ে উপস্থিত থাকেন অভিষেক। বসেন যজ্ঞে।

প্রতিবারই বাড়ির কালী আরাধনায় ব্যস্ত থাকেন রাজ্যের প্রশাসনিক প্রধান। নিজে হাতে দেখে নেন পুজোর খুঁটিনাটি। অতিথি আপ্যায়নেও কড়া নজর থাকে তাঁর। পুজো উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর বাড়িতে হাজির হন একাধিক বিশেষ অতিথি ও বিশিষ্ট ব্যক্তিরাও। আরতি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয় মূল পুজো।

–

–

–

–

–

–