সকালেই দিল্লি-মুম্বইয়ের থেকে ‘ভালো’ কলকাতা: শব্দবাজিতে গ্রেফতার ১৮০

Date:

Share post:

রাতভর শব্দবাজির দৌরাত্ম্য ও দূষণের মাত্রতিরিক্ত প্রভাবের পর সকাল হতেই একধাক্কায় কলকাতার পরিবেশের বিশেষ উন্নতি। দূষণের মাত্রায় দেশে সব রেকর্ড একাই বহন করছে রাজধানী দিল্লি (Delhi)। পিছিয়ে নেই বাণিজ্য নগরী মুম্বই (Mumbai) বা আমেদাবাদ। সেক্ষেত্রে কিছুটা ভালো কলকাতা। পুলিশের তৎপরতায় সম্ভব হয়েছে অনেকাংশের বাজি নিয়ন্ত্রণ। বাজি ফাটিয়ে শহরে গ্রেফতার ১৮৩ জন।

সোমবার অনেক রাত পর্যন্ত বাজির তাণ্ডবে কলকাতার দূষণমাত্রা (air pollution) কোথাও কোথাও ৪০০তে গিয়ে দাঁড়ায়। তবে সকাল হতেই এক ধাক্কায় সেই মাত্রা কমতে শুরু করে। ভোরে কলকাতার একিউআই (AQI) ২৭২ ও পরে ১৯৪-তে গিয়ে দাঁড়ায়। পরিবেশকর্মীদের মতে এবছর গত কয়েক বছরের তুলনায় দূষণ নিয়ন্ত্রণ অনেকটাই বেশি পরিমাণে সম্ভব হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma, CP) দাবি করেন, সারারাত কলকাতা পুলিশ (Kolkata Police) কড়া নজরদারি জারি রেখেছিল। তার জেরে গত বছরের তুলনায় বাজির দৌরাত্ম্য অনেকটা কম ছিল।

এবছর শহর থেকে কালীপুজোর ভোর পর্যন্ত মোট ৬৪০ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ (Kolkata Police)। এর মধ্যে নিষিদ্ধ শব্দবাজি (fire cracker) ফাটানোর অপরাধে গ্রেফতার করা হয়েছে ১৮৩ জনকে। আটক করা হয়েছে প্রায় ৮৫২ কেজি বাজির। গ্রেফতারির জন্য বাজির উপর নিয়ন্ত্রণ অনেকাংশ সম্ভব হয়েছে বলেই মত পুলিশ সুপারের।

তবে লাগামছাড়া বাজির দৌরাত্ম্যে অতীষ্ঠ দিল্লি (Delhi) থেকে মুম্বই। রাজধানীর দূষণের মাত্রা সোমবার রাতে পার করে ৪৫১। সকালেও তা কমে শেষ পর্যন্ত ৩৫২তে দাঁড়ায়। রাজধানীর মূল এলাকার বাইরের স্যাটেলাইট এলাকা গুরগাঁও, নয়ডাতেও পরিস্থিতিটা প্রায় একই দাঁড়ায় বেলা বাড়ার পরেও। ঘন দূষণের (air pollution) চাদরে যান চলাচলে সমস্যা হয়।

আরও পড়ুন: শব্দদানব থাবা বসালো মধ্যরাতেও, মহানগরীর দূষণ বাড়ল ১০গুণ, গ্রেফতার ৪৫

দিল্লির পাশাপাশি উত্তর ও মধ্য ভারতের লক্ষ্ণৌ, ইন্দোর, আমেদাবাদ শহরেও দূষণের মাত্রা বাড়ে দীপাবলির রাতে। লক্ষ্ণৌতে সকালে দূষণ কমে ১৯০ একিউআই, ইন্দোরে কমে ১৬১ ও আমেদাবাদে কমে ১৬৯ একিউআই-তে গিয়ে দাঁড়ায়। তবে বাণিজ্য শহর মুম্বইয়ের (Mumbai) দূষণ এবছর যথেষ্ট বেশি। ভোরে সেই মাত্রা কমে ২৭২ হওয়ার পরে খুব একটা কমতে দেখা যায়নি।

spot_img

Related articles

চিকিৎসক পরিচয় দিয়ে SSKM-এ নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ, জালে অভিযুক্ত

হাসপাতালে (Hospital) নাবালিকা (Minor Girl) রোগিণীকে চিকিৎসক পরিচয় দিয়ে যৌন নিগ্রহের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিশ (Police)...

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১২ ইঞ্জিন

বৃহস্পতিবার বেলা সোয়া এগারোটা নাগাদ মায়ানগরীতে অগ্নিকাণ্ড,যোগেশ্বরী ওয়েস্টের (Yogeswari west) এসভি রোডে অবস্থিত জেএমএস বিজনেস সেন্টারে (JMS Business...

যৌথ এনকাউন্টারে দিল্লিতে খতম বিহারের মোস্ট ওয়ান্টেড ৪ দুষ্কৃতী, আহত ৩ পুলিশকর্মী

বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) আগে অপরাধের ছক বানচাল। দিল্লি ও বিহার পুলিশের যৌথ উদ্যোগে দিল্লির (Delhi)...

নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে ভাইফোঁটার শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর, পোস্ট অভিষেকেরও

কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভাইফোঁটা (Bhaiphota)। বৃহস্পতিবার ভ্রাতৃদ্বিতীয়ায় নিজের লেখা ও সুর...